Burdwan: দাঁইহাটের পর আউশগ্রাম, ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে
Burdwan: বুধবার সন্ধ্যায় আউশগ্রাম ২ নম্বর ব্লকের ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও যোগদান মেলার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই বিধায়কের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দেন।

বর্ধমান: ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পূর্ব বর্ধমানের দাঁইহাটের পর এবার আউশগ্রাম ২ নম্বর ব্লকে শাসকের দ্বন্দ্ব। দলের বিধায়কের বিরুদ্ধে সরব হলেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি। বিধায়কের বিরুদ্ধে উন্নয়নে বাধার অভিযোগ করলেন আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মমতা বারুই।
আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের বিরুদ্ধে উন্নয়নের বাধা-সহ একাধিক অভিযোগে যখন সোচ্চার হচ্ছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই,তখন মঞ্চে উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল লালন-সহ অন্যান্য নেতা কর্মীরা।
বুধবার সন্ধ্যায় আউশগ্রাম ২ নম্বর ব্লকের ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও যোগদান মেলার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই বিধায়কের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “এলাকার বেশ কয়েকটি জায়গায় সোলার লাইট পাওয়ার কথা থাকলেও একটিও সোলার লাইট আউশগ্রাম ২ নম্বর ব্লককে না দিয়ে সব লাইট আউশগ্রাম ১ নম্বর ব্লকে দেওয়া হয়েছে।” তার আরও অভিযোগ, “বিধায়ককে কোনওদিন আউশগ্রাম ২ নম্বর ব্লক অফিসে দেখা যায় না।” তবে এই বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন বিধায়ক অভেদানন্দ থাণ্ডার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দাঁইহাট পুরসভায় তৃণমূলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলের ১১ জন কাউন্সিলর। পরে অবশ্য মন্ত্রীর হস্তক্ষেপে তা প্রত্যাহারও করে নেন তাঁরা।





