Burdwan: বাড়ি দেখানোর নাম করে ডেকেছিল দাদু, শোওয়ার ঘরে নিয়ে যেতেই বুদ্ধি খেলে যায় নাবালিকার… দাদুকে পাঠাল শ্রীঘরে
Burdwan: শনিবার বিকালে নাবালিকাকে বাড়ি দেখানোর নাম করে বাড়ি নিয়ে গিয়ে অশালীন আচরণ ও যৌন হেনস্থা করে অভিযুক্ত বৃদ্ধ। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বৃদ্ধের কবল থেকে বেরিয়ে এসে পরিবারকে সঙ্গে নিয়ে মেমারি থানায় যায় নাবালিকা।

বর্ধমান: নিজের বাড়ি দেখানোর নাম করে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল পাশের বাড়ির ‘দাদু’। নাবালিকাও তাঁর কথাতে বিশ্বাস করেন। কিন্তু বাড়ির ভিতর ঢুকতেই সটান শোওয়ার ঘরে নিয়ে যায় দাদু। শরীর দিয়ে বয়ে যায় অশ্লীল স্পর্শ। বিপদ আঁচ করতে পারে নাবালিকা। বুদ্ধি কাজে লাগিয়ে কোনওক্রমে ওই বাড়ি থেকে পালিয়ে আসে নাবালিকা। বাড়িতে এসে বাবা-মাকে জানায়, তারপর সটান থানায়। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হল বৃদ্ধ। ধৃতের নাম শঙ্কর প্রসাদ সিং। পূর্ববর্ধমানের মেমারি থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে নাবালিকাকে বাড়ি দেখানোর নাম করে বাড়ি নিয়ে গিয়ে অশালীন আচরণ ও যৌন হেনস্থা করে অভিযুক্ত বৃদ্ধ। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বৃদ্ধের কবল থেকে বেরিয়ে এসে পরিবারকে সঙ্গে নিয়ে মেমারি থানায় যায় নাবালিকা।
অভিযোগের পরিপেক্ষিতে রবিবার মেমারি থানার পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।





