Burdwan: ব্যাগে পুরে নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ টাকা গাঁজা উদ্ধার করল পুলিশ

Burdwan: জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃত দুজনের কাছ থেকে ব্যাগ ও সুটকেস মিলিয়ে চারটি ব্যাগ থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল ধৃতরা। ধৃতদের মধ্যে এক জনের নাম ধীরেন্দ্র সাউ।

Burdwan: ব্যাগে পুরে নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ টাকা গাঁজা উদ্ধার করল পুলিশ
গাঁজা উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2024 | 4:42 PM

 বর্ধমান: ফের গাঁজা উদ্ধার করল পুলিশ। আগেভাগেই খবর ছিল পুলিশের কাছে।সেইমত বর্ধমান থানার পুলিশ বর্ধমান আরামবাগ রোডের সদরঘাটের কৃষকসেতুর কাছে ওঁত পেতে বসেছিল। সেতুর আশেপাশে গাঁজা ভর্তি ব্যাগগুলি হাতবদল হবার খবর ছিল পুলিশের কাছে ।

জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃত দুজনের কাছ থেকে ব্যাগ ও সুটকেস মিলিয়ে চারটি ব্যাগ থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল ধৃতরা। ধৃতদের মধ্যে এক জনের নাম ধীরেন্দ্র সাউ। বাড়ি বীরভূমের বোলপুরে। অন্যজনের নাম বাপী সাউ। তাঁর বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে। শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। স্থানীয় ব্যবসায়ী রাজু সাউ বলেন, “পুলিশ দু’জনকে তাড়া করে ধরে। ওঁরা কৃষক সেতুর দিকে দৌড়ে যাচ্ছিল। ওই এলাকা থেকেই ধরে।” ধৃতরা কোন পাচার চক্রের সঙ্গে জড়িত, সেই চক্রের চাঁইকে খুঁজে পেতে চাইছে পুলিশ।