Purba Bardhaman: জল নিকাশিকে কেন্দ্র করে হানাহানি, কালনায় প্রাণ গেল প্রৌঢ়ের
Purba Bardhaman: এদিকে ঘটনায় আবার ইতিমধ্যেই লেগে গিয়েছে রাজনীতির রঙ। সূত্রের খবর, মৃতের পরিবারের সদস্যরা তৃণমূল সমর্থক। যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তারা নাকি এলাকায় নকশাল করে।
কালনা: ঢালাই রাস্তার উপর দিয়ে জল নিকাশিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিগত কয়েকদিন ধরেই লাগাতার ঝামেলা হচ্ছিল। এদিনই তা চরম আকার ধারণ করে। প্রাণ গেল একজনের। ঘটনা কালনা থানার (Kalna Police Station) অন্তর্গত অকালপোষ পঞ্চায়েতের ঝিকরা এলাকায়। সূত্রের খবর, জল নিকাশি নিয়ে এলাকার দুই পরিবারের ঝামেলা মেটাতে এদিন বসেছিল গ্রাম্য সালিশি সভা। সেখানে আলোচনা চলাকালীন সময়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি হয় বলে খবর। মুহূর্তেই তা গড়ায় হাতাহাতিতে। তার জেরেই প্রাণ যায় জুম শেখ নামে বছর বাহান্নর এক ব্যক্তির। হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা।
এদিকে ঘটনায় আবার ইতিমধ্যেই লেগে গিয়েছে রাজনীতির রঙ। সূত্রের খবর, মৃতের পরিবারের সদস্যরা তৃণমূল সমর্থক। যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তারা নাকি এলাকায় নকশাল করে। ঘটনাকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা থেকে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।
ঘটনায় মৃতের ভাইপো নজিবুল শেখ বলেন, “আজ একটা গ্রাম্য সালিশি সভা বসেছিল। তখনই অশান্তি হয়। আমার কাকে রাস্তায় ফেলে বেধড়ক মারা হয়। আমরা কাকাকে উদ্ধার করে বৈদ্যপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।” যদিও পুলিশ সূত্রে খবর, সালিশি সভা নিয়ে বিশদে কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। জোরকদমে তদন্ত করছে কালনা থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এলাকায় চলছে পুলিশি টহল।