Dilip Ghosh: ‘যে কোনও পিচেই খেলতে পারি’, ব্যাট হাতে দাপালেন দিলীপ ঘোষ

Dilip Ghosh:সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,  "যে কোনও পিচেই খেলতে পারি।" প্রাতঃভ্রমণ শেষে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন, তাঁর প্রসংশাও করলেন। গান শুনিয়ে খুশি মুক্তো মেটে।

Dilip Ghosh: 'যে কোনও পিচেই খেলতে পারি', ব্যাট হাতে দাপালেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 8:09 AM

বর্ধমান: প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন, চা খেলেন আবার গানও শুনলেন। শনিবার সকাল সকাল মাঠে ব্যাট হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হাঁকালেন চার, ছক্কা। বললেন সব পিচেই খেলি। প্রাতঃভ্রমণের মাঝে দিলীপ ঘোষকে গান শোনালেন এক রেলকর্মী। বর্ধমান ডিজেল সেডের কর্মী মুক্তো মেটে দিলীপ ঘোষকে গান শোনালেন।

শনিবার সকালে প্রাতঃভ্রমণে বর্ধমানের ব্লিজ মাঠে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে হাঁকালেন চার, ছক্কা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন,  “যে কোনও পিচেই খেলতে পারি।” প্রাতঃভ্রমণ শেষে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন, তাঁর প্রসংশাও করলেন। গান শুনিয়ে খুশি মুক্তো মেটে। তিনি বলেন, “সকালে মাঠে যাওয়া ও গান শোনা এতো ভালো মনের পরিচয়।” রেলে চাকরির পাশাপাশি তিনি গানবাজনাও করেন। রীতিমত মুক্তো মেটে পেশাদার গায়ক।

হাঁটা, খেলা, গান শোনা শেষে চা পেয়ে চর্চা। সেখানেও তিনি ‘রাফ এণ্ড টাফ’। তিনি বলেন, কমিশনে শোকজের জবার দিয়েছেন তাঁর মত করে।