Kalna: ‘মুখ ঘুষি মেরে ভেঙে দেব…’, তৃণমূল নেতার পোস্ট ঘিরে বিতর্ক
Kalna: বিরোধীদের বক্তব্য, প্রণব এই পোস্টের মাধ্যমে দলীয় কর্মীদের বিরোধী নেতা-কর্মীদের উপর হামলার ইঙ্গিত দিয়েছেন। পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

কালনা: “মাতৃসম নেত্রীর বিরুদ্ধে কেউ কুৎসা রটালে প্রয়োজনে হাত চালানো যেতে পারে”। নিজের সামাজিক মাধ্যমে এমনটাই পোস্ট করলেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রণব রায়। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে।
বিরোধীদের বক্তব্য, প্রণব এই পোস্টের মাধ্যমে দলীয় কর্মীদের বিরোধী নেতা-কর্মীদের উপর হামলার ইঙ্গিত দিয়েছেন। পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। পালটা হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ।কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সম্পাদক সুমন ঘোষ বলেন, “২৬-এর ভোটে মানুষ গণতান্ত্রিক ভাবেই উত্তর দেবে। তবে বিজেপি কর্মীদের উপর হামলা হলে, রাস্তায় নেমে উপযুক্ত জবাব দেবে বিজেপি। তৃণমূলকে কীভাবে শায়েস্তা করতে হয়, তা বিজেপিও জানে।”
নিজের ফেসবুক পোস্ট প্রসঙ্গে প্রণব রায় সংবাদমাধ্যমকে বলেন, “যদি কেউ আমার মাতৃতুল্য নেত্রীকে কু-ভাষায় আক্রমণ করেন, তাঁকে আমি রসগোল্লা, পানতোয়া মুখে পুরে দেবো না! তাঁর মুখ ঘুষি মেরে ভেঙে দেবো। সন্তান হিসাবে যা করণীয়, আমি সেটাই বলেছি। এটা যদি আইন হাতে তুলে নেওয়া হয়, তাহলে নিয়েছি। আমি আবারও বলব।”

