AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalna: বিনামূল্যে টোটো চালান তারক, কারা তাঁর গাড়িতে ওঠে জানেন?

Kalna: কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিক পাড়ায় বাড়ি বছর তিপান্নর তারক বিশ্বাসের। লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন।

Kalna: বিনামূল্যে টোটো চালান তারক, কারা তাঁর গাড়িতে ওঠে জানেন?
কাদের জন্য বিনামূল্যে টোটো চালান তারক? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 8:45 PM
Share

কালনা: ভিড়ের মাঝে সহজেই চেনা যায়। অন্ধ,বৃদ্ধ,অনাথ,বিকলাঙ্গ দের জন্য বিনামূল্যে। বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটোতে। স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে চলা ‘জীব সেবা, শিব সেবা’ সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস। রাস্তাতে কোন অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাঁদের গন্তব্যে। তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় তার।

কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিক পাড়ায় বাড়ি বছর তিপান্নর তারক বিশ্বাসের। লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন। রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে উঠিয়ে পৌঁছে দেন গন্তব্যে। তার বদলে নেন না একটি টাকাও। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। প্রথম প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। পরিবার থেকে আপত্তি এসেছিল। তাতে কর্ণপাত না করেই মানুষের সেবায় এগিয়ে গিয়েছেন তারকবাবু। এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা।

টোটো চালক তারক বিশ্বাস বলেন, “অসহায় মানুষের সেবা মানে ঈশ্বরকে সেবা করা। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এইভাবেই মানুষের সেবা করব। লকডাউনের সময় এখানে আসি। তখন দেখি অসহায় মানুষদের দেখে মন কাঁদে। তারপরই সিদ্ধান্ত এই কাজের।”