AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: চিকিৎসায় গাফিলতিতে এক শিশু মৃত্যুর অভিযোগ কাটোয়া হাসপাতালে

Katwa: চলতি মাসের ৪ তারিখে কাটোয়ার এক বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তান প্রসব করেন মা কেয়া চক্রবর্তী। ৬ তারিখ রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে নার্সিং হোমের চিকিৎসকের পরামর্শে কাটোয়া হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয় SNCU বিভাগে।

Katwa: চিকিৎসায় গাফিলতিতে এক শিশু মৃত্যুর অভিযোগ কাটোয়া হাসপাতালে
মৃত সদ্যোজাতর বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 08, 2025 | 3:28 PM
Share

কাটোয়া: চিকিৎসায় গাফিলতিতে এক শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য কাটোয়া হাসপাতালে। শিশু বিভাগের চিকিৎসক-সহ কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে অবহেলা ও গাফিলতির অভিযোগ পরিবারের। ঘটনায় হাসপাতাল সুপারের কাছে ও কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবার সূত্রে জানা  গিয়েছে, চলতি মাসের ৪ তারিখে কাটোয়ার এক বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তান প্রসব করেন মা কেয়া চক্রবর্তী। ৬ তারিখ রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে নার্সিং হোমের চিকিৎসকের পরামর্শে কাটোয়া হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করানো হয় SNCU বিভাগে।

৭ তারিখে বেলা ২ টোর সময়ে শিশুটির মৃত্যু হয়।পরিবারের অভিযোগ,  ভর্তির হওয়ার দীর্ঘক্ষণ পরও চিকিৎসক কোনও চিকিৎসা করেননি। বার বার অনুরোধ করা সত্ত্বেও নার্সরা ও সেই সময় ইউনিটের দ্বায়িত্ব থাকা চিকিৎসক শিশুটিকে দেখতে যাননি বলে অভিযোগ।

হাসপাতাল সুপার এই বিষয়ে জানান, ঊর্ধ্বতন কর্তপক্ষকে বিষয়টি জানানো হবে ও তদন্ত হবে। তদন্ত কমিটিও এক্ষেত্রে গঠিত হবে।