Maoist Poster: ‘না দিলে পরের বুলেট তৈরি আছে’, ৫ লক্ষ টাকা অনুদান চেয়ে চিকিৎসককে হুমকি চিঠি মাওবাদী কমিটির
Maoist Poster: জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ভাতাড় হাসপাতালের দন্ত চিকিৎসক অপর্ণা মুখোপাধ্যায়। চিকিৎসকের অভিযোগ, গতকাল তাঁর কাছে মাওবাদি কমিটির নাম করে হুমকি চিঠি আসে। সেখানে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়।
পূর্ব বর্ধমান: মাওবাদী কমিটিকে দিতে হবে পাঁচ লক্ষ টাকা। আর না দিলে থাকবে না প্রাণ। ঠিক এমনই হুমকি চিঠি পেলেন পূর্ব বর্ধমানের এক চিকিৎসক। মঙ্গলবার মাওবাদি কমিটির নামে ওই চিঠিটি এসে পৌঁছয় মহিলা চিকিৎসকের কাছে। গোটা ঘটনায় ভাতাড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লক মহকুমা স্বাস্থ্য আধিকারিক।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ভাতাড় হাসপাতালের দন্ত চিকিৎসক অপর্ণা মুখোপাধ্যায়। চিকিৎসকের অভিযোগ, গতকাল তাঁর কাছে মাওবাদি কমিটির নাম করে হুমকি চিঠি আসে। সেখানে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়। সেই টাকা না পেলে ওই চিকিৎসক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। লাল কালিতে লেখা হয়েছে চিঠিটি। সেখানে বলা হয়েছে, ‘মাওবাদী কমিটিকে অনুদান হিসাবে দিতে হবে পাঁচ লক্ষ টাকা। আর বিষয়টি যদি পুলিশের কাছে জানানো হয় ‘ভয়ঙ্কর’ পরিণতি হতে পারে। পরের বুলেটও তৈরি রয়েছে বলে লেখা হয়েছে সংশ্লিষ্ট চিঠিতে।
এই ঘটনার পর সম্ভবতই আতঙ্কে অর্পণাদেবী ও তাঁর গোটা পরিবার। ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় সেই প্রশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স।
বুধবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেব্ররম ও সহকারী স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী যান ভাতার গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁরা ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিককে নিয়ে বৈঠক করেন।হাসপাতালে উপস্থিত হন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীও। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ঘটনার পর থেকেই হাসপাতালের চিকিৎসক, নার্স বা কর্মীরা সকলেই ভয়ে ও আতঙ্কে আছেন। এই চিঠি কারা দিয়েছে তা পুলিশই বলতে পারবে। তিনি মঙ্গলবারই বিকেলে বিষয়টি জেলা পুলিশ সুপার ও জেলাশাসককে জানিয়েছেন। জানিয়েছেন স্বাস্থ্য ভবনেও।