AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bardhaman: বাইক চুরির পর মহিলার ব্যাগ ছিনতাই, দুষ্কৃতীকে ‘ফিল্মি’ কায়দায় ধরল সিভিক ভলান্টিয়ার

Bardhaman: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তার বাইকটি রেখে গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ সারছিলেন। তখন তাঁর বাইকটি নিয়ে চুপিসারে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তারপর তিনি বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় এক পথচারী মহিলার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

Bardhaman: বাইক চুরির পর মহিলার ব্যাগ ছিনতাই, দুষ্কৃতীকে 'ফিল্মি' কায়দায় ধরল সিভিক ভলান্টিয়ার
দুষ্কৃতীকে ধরল পুলিশImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2025 | 10:55 AM
Share

বর্ধমান: সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় পাকড়াও হল দুষ্কৃতী। বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারির ব্যাগ ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। বিষয়টি ট্রাফিকে  কর্মরত একজন সিভিক ভলান্টিয়রের নজরে আসে। একেবারে ফিল্মি কায়দায় তৎক্ষণাত সেই সিভিক বাইকের পিছন পিছন ধাওয়া করে ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। বুধবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা পৌরসভা এলাকায়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তার বাইকটি রেখে গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ সারছিলেন। তখন তাঁর বাইকটি নিয়ে চুপিসারে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তারপর তিনি বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় এক পথচারী মহিলার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তখন ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনতে পান কর্মরত সিভিক ভলান্টিয়ার তন্ময় পাল। রাস্তায় দাঁড়িয়ে ওই দুষ্কৃতীর পথ আটকানোর চেষ্টা করেন। কিন্তু ওই দুষ্কৃতী বাইকের গতি বাড়িয়ে জাতীয় সড়ক ধরে ভেদিয়ার দিকে চলে যায়। তখন অবস্থা বেগতিক বুঝে ওই সিভিক ভলান্টিয়ার একটি চারচাকা গাড়িতে উঠে গিয়ে ওই দুষ্কৃতীর পিছন পিছন ধাওয়া করে। এরপর গোবিন্দপুর মোড় থেকে ওই চারচাকা গাড়িটি অন্যদিকে গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেওয়ায় সেই গাড়ি থেকে নেমে পিছনে আসা একটি অ্যাম্বুলেন্সে সওয়ার হয়।

তারপর তন্ময় পাল ও গোবিন্দপুর মোড়ে কর্মরত অপর সিভিক ভলান্টিয়ার সুরজিৎ পাত্র ফোনে ঘটনার কথা জানায় গুসকরা ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে। শেষমেশ দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে থাকা বাম্পার টপকাতে গিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে ওই অভিযুক্ত। কিন্তু এরপরও দমেনি। বাইক ফেলে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তবে শেষ রক্ষা হয়নি।

ততক্ষণে সেখানে পৌঁছে যান ওসি বিশ্বনাথ পাইন ও গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ অনান্যরা। পুলিশের জালে ধরা পড়ে ওই দুষ্কৃতী। আর এই ঘটনায় সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার ফোনটি উদ্ধার করা হয়েছে।