Student’s Suicide: মোবাইলের নেশা, মা কেড়ে নিয়েছিল ফোন, তারপরই আত্মঘাতী ক্লাস নাইনের পড়ুয়া
Purba Bardhaman: জানা গিয়েছে, জামালপুর চকদীঘি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সম্প্রীতি অধিকারী। মৃতের মায়ের দাবি, ইদানিং খুব ফোন ঘাঁটাঘাটি করছিলেন তিনি। বেশিরভাগ সময়ে পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইলের প্রতি আসক্তি বাড়িয়ে ফেলে।

বর্ধমান: মোবাইল আসক্তি মেয়ের। সেই কারণে মা বকাঝকা করেছিল। কেড়ে নিয়েছিল ফোন। সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী। মৃতের নাম সম্প্রীতি অধিকারী (১৫)। বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের মনিরামবাটিতে।
জানা গিয়েছে, জামালপুর চকদীঘি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী সম্প্রীতি অধিকারী। মৃতের মায়ের দাবি, ইদানিং খুব ফোন ঘাঁটাঘাটি করছিলেন তিনি। বেশিরভাগ সময়ে পড়াশোনায় মনোযোগ না দিয়ে মোবাইলের প্রতি আসক্তি বাড়িয়ে ফেলে। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে মোবাইল নিয়ে নাড়াচাড়ার সময় তাঁর মা তাঁকে মোবাইল ঘাটতে বারণ করেন। কিন্তু তা না শোনায় মোবাইল কেড়ে নিয়ে তাকে বকাঝকা করেন। এরপরই ঘরের মধ্যে চলে যায় সে। তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।
গোটা ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। মৃতার বাবা বলেন, “স্কুলে ছুটি পড়েছে। এবার তো পড়াশোনা করতে হবে। তা না করে ক্রমাগত ফোন ঘাঁটাঘাটি করে। সেই কারণে ওর মা বকাবকি করেছে। আর তখনই আত্মহত্যা করেছে।”

