AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse 2025: 'কম দামে ভাল স্বাদ, ছোট-বড় সকলেই পছন্দ করে পালস', পুজোয় পালসের ট্যাবলো ঘিরে বর্ধমানে জনতাদের উন্মাদনা

Pujoy Pulse 2025: ‘কম দামে ভাল স্বাদ, ছোট-বড় সকলেই পছন্দ করে পালস’, পুজোয় পালসের ট্যাবলো ঘিরে বর্ধমানে জনতাদের উন্মাদনা

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Sep 16, 2025 | 11:48 PM

Share

Pujoy Pulse Tableau: পালস গোলমোলের টক-ঝাল-মিষ্টি স্বাদ কচিকাঁচা থেকে শুরু করে বয়স্কদের মনে যেন গেঁথে গিয়েছে। গত দুটো সিজনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল টিভি নাইনের এই উদ্যোগে। এ বারও ছবিটা একই। বর্ধমানে পুজোয় পালসের ক্যান্টরে উৎসাহী জনতাদের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো।

বর্ধমান: দেখতে দেখতে তিনে পা পুজোয় পালসের। টিভি নাইন বাংলার এই পুজোয় পালসের তৃতীয় পর্ব একেবারে নতুন রূপে সকলের মনে হইচই ফেলে দিয়েছে। গোল-কা-মোল এর কামালের কথা আট থেকে আশির মুখে মুখে ঘুরছে। যাঁরা এই ক্যান্ডি খাচ্ছেন, তাঁরাও বলে উঠছেন, ‘পালস গোলমোল যেখানে, পুজোর মজা সেখানে।’ এ বার পালসের ক্যান্টর ঘুরল বর্ধমানে। গত কয়েকদিন ধরে নানা প্রান্তে ঘুরছে পালসের ক্যান্টর। অনেকেই এই লজেন্সের মজা নিচ্ছেন। এবার বর্ধমান সদর শহরে আজ পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলার পুজোর পালসের সিজন থ্রি-র প্রচার ট্যাবলো।

বর্ধমানে পুজোর পালসের ট্যাবলো ঘিরে উন্মাদনা দেখা গেল কৌতুহলী জনতার। পালসপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ। ক্যুইজ, স্পিন উইল রয়েছে আগ্রহীদের জন্য মজার ছোট্ট খেলা। বর্ধমানে টিভি নাইন বাংলার এই পুজোয় পালসের উদ্যোগে অংশ নেওয়া এক ব্যক্তি বললেন, ‘পালসের এই উদ্যোগটা খুবই ভাল। এই পালসের কম দাম, ভাল টেস্ট। ছোট থেকে বড় সকলেই এই পালস লজেন্স পছন্দ করে।’

পালস গোলমোলের টক-ঝাল-মিষ্টি স্বাদ কচিকাঁচা থেকে শুরু করে বয়স্কদের মনে যেন গেঁথে গিয়েছে। গত দুটো সিজনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল টিভি নাইনের এই উদ্যোগে। এ বারও ছবিটা একই। নয়া অবতারে পুজোয় পালসের থার্ড সিজনও শহর-গ্রামের নানা প্রান্তে সাড়া ফেলছে।