Burdwan: সিদ্দিকুল্লাহর অনুষ্ঠান থেকে ফেরার পথে ‘খুন’ তৃণমূল কর্মী
Burdwan TMC Murder: পরিবারের অভিযোগ, মঙ্গলবার সাতগেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর বইমেলা অনুষ্ঠানে গিয়েছিলেন লাল্টু সিকদার। সেই কর্মসূচি থেকে ফেরার পর থেকেই এলাকার তৃণমূল কর্মী দারু সেখ কটূক্তি করছিলেন। তাঁরা শেখ ইসমাইল গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। দারু শেখ তাঁকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের।

বর্ধমান: এক তৃণমূল সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সাতসকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে।মৃতের নাম লাল্টু সিকদার (৬৬)। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেই এক প্রস্ত ঝামেলা হয়।লাল্টু সেখকে লক্ষ্য করে কটুক্তি করার অভিযোগ উঠে এলাকারই তৃণমূল কর্মী দারু সেখের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বড়পলাশণ এলাকায়। বুধবার সকালে চায়ের দোকানে বচসা থেকে হাতাহাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন লাল্টু। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার সাতগেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর বইমেলা অনুষ্ঠানে গিয়েছিলেন লাল্টু সিকদার। সেই কর্মসূচি থেকে ফেরার পর থেকেই এলাকার তৃণমূল কর্মী দারু সেখ কটূক্তি করছিলেন। তাঁরা শেখ ইসমাইল গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। দারু শেখ তাঁকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই চায়ের দোকানে যাচ্ছিলেন তখন দারু সেখ লাল্টু সিকদারকে ঘিরে ধরে টিটকিরি করে। অভিযোগ কথাকাটাকাটি থেকে হাতাহাতিতে পরিণত হলে দারু শেখ ঘুষি মারে লাল্টু সিকদারের বুকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লাল্টু।
প্রতিবেশীরা দ্রুত তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসককে কাছে খবর দেয়। চিকিৎসক এসে জানান, তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। মৃত লাল্টু সিকদার সিদ্দিকুল্লাহ ঘনিষ্ঠ ছিলেন বলেই দাবি পরিবারের, আর অভিযুক্ত দারু সেখ জেলা পরিষদের মেন্টর ইসমাইল সেখের অনুগামী বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ।
