Purbo Burdwan: মেমারি জোড়া খুনকাণ্ড: হুমায়ুনের বাড়িতে গেলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা, মামাতো ভাইয়ের সম্পর্কে মুখ খুললেন দাদা
Purbo Burdwan: অভিযুক্ত হুমায়ুন কবিরের পিসতুতো দাদা কাজি আখতার আলি জানান, হুমায়ুনের আচার আচরণ কখনও তাঁদের কাছে অস্বাভাবিক লাগেনি। হুমায়ুন যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাঁরা কখনও ভাবতেও পারেননি।

বর্ধমান: মেমারিতে জোড়া খুন কাণ্ডে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছয় ফিঙ্গারপ্রিন্ট দল। শুক্রবার ঘটনাস্থলে যান সিআইডির ৩ সদস্যের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। তাঁরা নমুনা সংগ্রহ করেন।
অভিযুক্ত হুমায়ুন কবিরের পিসতুতো দাদা কাজি আখতার আলি জানান, হুমায়ুনের আচার আচরণ কখনও তাঁদের কাছে অস্বাভাবিক লাগেনি। হুমায়ুন যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাঁরা কখনও ভাবতেও পারেননি। তবে তিনি বরাবরই একা-একা থাকতেই বেশি পছন্দ করতেন। কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। বাড়ি এলেও একলাই থাকত বেশিরভাগ সময়।
যাদবপুর থেকে বিটেক পাশ হুমায়ুন ওরফে আশিক পড়তে পড়তেই চাকরি পেয়ে যান বড় কোম্পানিতে। তার আগে বর্ধমান শহরে থেকেই পড়াশোনা করতেন। সম্পন্ন ঘরের ছেলেটি বরাবরই মেধাবী ছিলেন। তিনি কিনা বাবা-মাকে নৃশংসভাবে খুন করেছেন। খুনের পর হামলা চালিয়েছেন মাদ্রাসাতেও।
বাবা-মাকে খুনের পরও যে তিনি কতটা নির্লিপ্ত ছিলেন, তা ধরা পড়েছে এক সিসিটিভি ক্যামেরা। রাস্তা দিয়ে একেবারে নির্বিকার চিত্তেই হেঁটে যাচ্ছিলেন হুমায়ুন। কেন তিনি এই ধরনের কাজ করলেন, তা এখনও ধোঁয়াশা তদন্তকারীদের কাছেও।

