Protest: রেলের কোয়ার্টারে বহিরাগত উপদ্রব, নিরাপত্তার দাবিতে সরব চালকের পরিবার

Burdwan: পূর্ব বর্ধমানে রেল কোয়ার্টারে যে সমস্ত ড্রাইভারদের পরিবার থাকে, তারাই নিরাপত্তার অভাব বোধ করছেন। তারই প্রতিবাদে শনিবার বর্ধমান জংশনে রেলওয়ে ড্রাইভার কক্ষ অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রেল প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Protest: রেলের কোয়ার্টারে বহিরাগত উপদ্রব, নিরাপত্তার দাবিতে সরব চালকের পরিবার
বিক্ষোভ দেখাচ্ছেন চালকদের পরিবারের লোকজন। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 9:26 PM

পূর্ব বর্ধমান: রেল কোয়ার্টারে ঢুকে বহিরাগত উপদ্রবের অভিযোগ উঠল। প্রতিবাদে স্টেশন চত্বরে বিক্ষোভ দেখালেন রেল কোয়ার্টারের আবাসিকরা। পূর্ব রেলের চালকদের পরিবারের লোক সকলেই। তাঁদের অভিযোগ, রাত দুপুরে কোয়ার্টারে ঢুকে পড়েন বাইরের লোকজন। বিভিন্ন পরিবারের উপর কখনও কখনও নেমে আসে হামলা। এর বিহিত চেয়ে এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি করেন আবাসিকরা।

পূর্ব বর্ধমানে রেল কোয়ার্টারে যে সমস্ত ড্রাইভারদের পরিবার থাকে, তারাই নিরাপত্তার অভাব বোধ করছেন। তারই প্রতিবাদে শনিবার বর্ধমান জংশনে রেলওয়ে ড্রাইভার কক্ষ অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রেল প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

অভিযোগ, শুক্রবার রাতে বেশ কিছু বহিরাগত রেলওয়ে কোয়ার্টারে ঢুকে পড়েন। মারধরও করা হয়। কয়েকজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হয়। কারা এই ঘটনা ঘটাল তা খোঁজার দায়িত্ব নিক কর্তৃপক্ষ। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক দাবি বিক্ষোভকারীদের।

এক বিক্ষোভকারী সত্যপ্রকাশের কথায়, “আমরা কলোনিতে থাকি। রাতে হোক বা ভোরে যে কোনও সময়ই আমাদের ডিউটিতে যেতে হয়। ঘরে বউ, বাচ্চা থাকে। কিন্তু ওরা তো দেখছি একেবারেই নিরাপদ নয়। আমরা হাজার হাজার মানুষকে সুরক্ষা দিয়ে নিয়ে যাই। অথচ আমাদের পরিবার রেল কোয়ার্টারেও সুরক্ষিত নয়।”