Rupam Islam: রূপম ইসলামের শো-তে চরম বিশৃঙ্খলা, লাঠিপেটা পুলিশের, অস্ত্র সমেত আটক ৪

Rupam Islam: ঘটনাটি ঘটেছে বুধবার। অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানের কালনাতেও 'খাদ্য পিঠে-পুলি' উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। এবার সন্ধ্যে থেকেই গান শুনেতে মাঠের মধ্যে ঢুকে পড়েন প্রচুর মানুষ। মাঠ ভর্তি হয়ে যাওয়ার পরও গায়ককে এক ঝলক দেখতে মাঠের বাইরেও ভিড় জমে যায়। ভিতরেও ভিড়, বাইরেও ভিড়! ফলে যেমন হওয়ার তেমনই হল।

Rupam Islam: রূপম ইসলামের শো-তে চরম বিশৃঙ্খলা, লাঠিপেটা পুলিশের, অস্ত্র সমেত আটক ৪
কালনায় বিশৃঙ্খলাImage Credit source: Tv9 Bangla and Facebook page of Rupam Islam
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 7:37 AM

কালনা: চরম বিশৃঙ্খলা কালনায়। গায়ক রূপম ইসলামের অনুষ্ঠান ঘিরে তুমুল গন্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত লাঠিপেটা করতে হয় কালনা থানার পুলিশকে। লাঠির ঘায়ে আহত হওয়ারও খবর মিলেছে। অস্ত্র সমেত আটক হন কয়েকজন। তবে গানের অনুষ্ঠানে অস্ত্র নিয়ে কী করছিল অভিযুক্তরা সেই নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে বুধবার। অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানের কালনাতেও ‘খাদ্য পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। এবার সন্ধ্যে থেকেই গান শুনেতে মাঠের মধ্যে ঢুকে পড়েন প্রচুর মানুষ। মাঠ ভর্তি হয়ে যাওয়ার পরও গায়ককে এক ঝলক দেখতে মাঠের বাইরেও ভিড় জমে যায়। ভিতরেও ভিড়, বাইরেও ভিড়! ফলে যেমন হওয়ার তেমনই হল।

পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। ভিড় খালি করার নির্দেশ প্রথমে দেওয়া দেওয়া হলেও সেখানে উপস্থিত একাংশ জনতার কানে সেই কথা যেন পৌঁছয়ইনি। তাঁরা তখনও ব্যস্ত রূপমের গান শুনতে। এরপরই কালনা থানার পুলিশকে লাঠিপেটা করতে হয় বলে খবর।

এ দিকে, পুলিশের ‘অ্যাকশন’ শুরু হতেই হুড়োহুড়ি পড়ে যায় মেলার ভিতরে। সূত্রের খবর, অনেক মানুষ রাস্তাতেই পড়ে যান। এমনকী পাঁচিল টপকেও কেউ কেউ বের হওয়ার চেষ্টা করেন। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, পুলিশের ভ্যানে তোলা হয় অনেককে। তবে চারজনকে অস্ত্র সমেত আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত,কালনার বিধায়ক দেব প্রসাদ এই এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেন। একটি কমিটিও রয়েছে। লাঠিচার্জ বিষয়ে কালনার বিধায়ক দেব প্রসাদ বাগ বলেন,”অনুষ্ঠানে কেউ অস্ত্র হাতে এলে কী পুলিশ ছেড়ে দেবে।”