TMC MLA: ‘২৬ জনের মধ্যে তো ১২ জন মুসলিম নিহত হয়েছেন’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক
TMC MLA: বিধায়কের এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি দাবি করেছে বিধায়ক মানগোবিন্দ এমন মন্তব্য করেই থাকেন।

ভাতার: জঙ্গি হানায় মৃতদের মধ্যে ১২ জন মুসলিম ছিলেন। এমনই মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক। ‘অপারেশন সিঁদুর’-এর পর সেনাবাহিনীকে সম্মান জানাতে জেলায় জেলায় কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতে গিয়েই এমন মন্তব্য করেছেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। মানগোবিন্দর মন্তব্যে বিতর্ক আগেও হয়েছে। এবার ফের বেফাঁস কথা বলে বসলেন তিনি।
রবিবার পূর্ব বর্ধমানের ভাতারে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মিছিল হয়। মিছিল শেষে বিধায়ক বলেন, “সেনাবাহিনীর হত্যা নিয়ে মোদী সরকারের রাজনীতি একটু কম করলে ভাল হয়। উরি সেক্টরে ২৬ জন সেনা মারা গেলেন, ওঁরা বললেন সবাই হিন্দু। কিন্তু তার ভিতরে ১২ জন মুসলিম ছিলেন যাঁরা নিহত হয়েছেন। কোথায় সবাই হিন্দু? আমরা একসঙ্গে আছি ভারতবর্ষে, চিরকাল একসঙ্গে থাকব।”
এখানেই শেষ নয়, বিধায়ক দাবি করেছেন শহিদ ঝন্টু আলি শেখের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাননি বিজেপি নেতারা। , এভাবে রাজনীতি হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।
বিধায়কের এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি দাবি করেছে বিধায়ক মানগোবিন্দ এমন মন্তব্য করেই থাকেন।
যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কার্ফা বলেন, “ভাতার বিধানসভার বিধায়ক বিতর্ক থেকে পিছনে থাকতে পারেন না। এটা তিনি ইচ্ছাকৃত করেন, নাকি ওঁর জ্ঞানের অভাব রয়েছে, তা উনিই ভাল জানেন। উনি একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন। তাই তাঁর বিষয়ে যত কম বলা যায়, ততই ভাল”।
