Bardhaman: সজলধারা প্রকল্পের পাইপ লাইন বসানো নিয়ে ঝামেলা, হাসপাতালে যেতে হল ১২ জনকে
Bardhaman: রবিবার সকালে 'সজল ধরা প্রকল্পের' পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাকে কেন্দ্র করে গুরুতর আহত হন দুই পরিবারের ১২ জন সদস্য।

বর্ধমান: ‘সজলধারা প্রকল্পের’ পাইপলাইন বসানো নিয়ে দুই প্রতিবেশীর বিবাদে আহত ১২ জন। রক্তাক্ত অবস্থায় জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় দু’পক্ষের এই বারো জনকে। পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকার ঘটনা।
রবিবার সকালে ‘সজল ধরা প্রকল্পের’ পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাকে কেন্দ্র করে গুরুতর আহত হন দুই পরিবারের ১২ জন সদস্য। ঘটনার পর আহতদের প্রথমে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। দু’তরফ থেকেই জামালপুর হাসপাতালে চিকিৎসা করানোর পর জামালপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন। তবে তিন পরিস্থিতির অবনতি হওয়ায় আহত তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত সোমনাথ বাগ জানান, তাঁদের পরিবারের জলের সমস্যা মেটাতে নিজেদের জায়গা দিয়েই সজলধারার পাইপলাইন বসানোর কাজ চলছিল। কিন্তু ওই জায়গা নিয়ে প্রতিবেশীদের আপত্তি ছিল। তাদের মাপজোক করতে বলা হলেও তারা কোনও উদ্যোগ নেয়নি। রবিবার সকালে পাইপলাইন বসাতে গেলে প্রতিবেশী পরিবারের গৌতম আড়ি ও উওম আড়ির নেতৃত্বে কোদাল, কাটারি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মা,বাবা, দাদা,বৌদি সহ তাকেও মারধর করা হয়। মোট ৭ জনকে মারা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর।
আর এক পরিবারের বৃদ্ধ মদন বাগ ও শিল্পা বাগ জানান, “সমস্যা মেটাতে সময় দেওয়া হয়েছিল। ওরা মেয়েদেরও মারধর করেছে। লাঠিসোটা, কোদাল নিয়ে এসেছিল।”

