Delhi Hanuman Jayanti Case: দিল্লির অশান্তিতে অভিযুক্তদের বঙ্গ-যোগ, বাড়ি পূর্ব মেদিনীপুরে! এলাকায় ভাল ছেলে হিসেবেই চিনত সবাই

Purba Medinipur: শিল্পাঞ্চলে প্রতিবেশীরা কেউই মানতে নারাজ যে আনসার এমন কাজ করতে পারে। বরং, তাঁদের দাবি আনসারকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে।

Delhi Hanuman Jayanti Case: দিল্লির অশান্তিতে অভিযুক্তদের বঙ্গ-যোগ, বাড়ি পূর্ব মেদিনীপুরে! এলাকায় ভাল ছেলে হিসেবেই চিনত সবাই
জাহাঙ্গীরপুরীর অশান্তিতে অভিযুক্ত আনসার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 10:35 PM

হলদিয়া : হনুমান জয়ন্তীর দিন রাজধানী নয়াদিল্লির এক ধর্মীয় অনুষ্ঠান যে অশান্তির খবর এসেছিল, তাতে ইতিমধ্য়েই মূল অভিযুক্ত আনসারকে গ্রেফতার করা হয়েছে। এবার এই আনসারের সঙ্গে যোগ মিলল বাংলার। বঙ্গযোগ মিলেছে অন্য অভিযুক্ত আসলামেরও। উভয়েরই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল এলাকার বাসিন্দা আনসার। অন্যদিকে শেখ আসলামের বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে। আনসারের হলদিয়ায় তার একটি বাড়ি রয়েছে। যদিও এই বাড়িতে আনসার খুব একটা থাকত না বলেই জানা যাচ্ছে। তবে, রাজধানীর অশান্তির ঘটনার সঙ্গে যে আনসার জড়িত, তা মানতে নারাজ হলদিয়ায় তার বাড়ি প্রতিবেশীরা। শিল্পাঞ্চলে তার বাড়ির প্রতিবেশী থেকে রাজনৈতিক নেতা, সকলেই মানতে নারাজ যে আনসার এমন কাজ করতে পারে। বরং, তাঁদের দাবি আনসারকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে।

নয়াদিল্লিতে হনুমান জয়ন্তীর দিন যে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, তাতে দুই মূল অভিযুক্ত শেখ আসলামের বাড়ি মহিষাদলের কাঞ্চনপুরে। তাঁর শ্বশুর বাড়ি রয়েছে হলদিয়ার রামনগরে। অন্যদিকে আনসারের বাড়ি হলদিয়ায় ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে দোকান গোড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কুমারপুর এলাকায়। দিল্লিতে ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। কিন্তু হলদিয়ায় আনসারের প্রতিবেশীরা বলছেন, আনসার খুব ভাল ছেলে। যখনই তিনি হলদিয়ায় আসতেন, অনেক দান করতেন। আনসারের মধ্যে তেমন খারাপ কিছু কোনওদিনই দেখেননি তাঁরা। তবে আনসার কী কাজ করত, সেই বিষয়ে কোনওসময় প্রতিবেশীদের কিছু বলেনি।

জাহাঙ্গীরপুরীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সেখ আসলামের ছয় ভাই ও দুই বোন। জানা গিয়েছে রাজমিস্ত্রীর কাজ করতে কলকাতায় গিয়েছিল সে। সেখান থেকে আজমীর যাওয়ার জন্য দিল্লি গিয়েছিল। তারপর দিল্লির জাহাঙ্গীরপুরীর ঘটনায় তার নাম জড়ায়, তাকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় ভাল ছেলে হিসাবে পরিচিত আসলাম। এমন অশান্তির ঘটনার সঙ্গে আসলামের নাম জড়ানোর অবাক হচ্ছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন : Migrant Labourers Death: ম্যাঙ্গালুরুতে বিষাক্ত গ্যাসে মৃত ৫ পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল কলকাতায়