Akhil Giri: ‘শিশিরবাবু জানেন, তাই অধিকারী পরিবার হিম্মত দেখায়নি ভোটে লড়ার’ হুংকার অখিলের
Kanthi: মৎসমন্ত্রী বলেন, "শিশিরবাবু এত দল বদল করেছেন যে বুড়ো মানুষটা হাওয়া খুব ভাল বোঝেন।"
পূর্ব মেদিনীপুর: কাঁথি পৌরসভা নির্বাচন নিয়ে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি। রাজনৈতিক ময়দানে আক্রমণ-প্রতিআক্রমণে জমি দখলে তৎপর যুযুধান তৃণমূল বিজেপি দুই শিবিরই। তবে শাসকদলের আক্রমণের তালিকায় পদ্ম শিবিরের পাশাপাশি অধিকারী পরিবার। বিরোধী দলনেতা শুভেন্দু থেকে প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী, তৃণমূলের জেলাস্তরের একাধিক নেতার একাধিকবার আক্রমণের কেন্দ্রবিন্দু তারাই। যার ব্যতিক্রম ছিল না ১৯ নম্বর ওয়ার্ডে ঘসফুল প্রার্থীর সমর্থনে কাঁথির কিশোরনগর গড় পারসস্থ ময়দানের জনসভাতেও। মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, উত্তর কাঁথির কো-অর্ডিনেটর তরুণ জানা, পটাশপুর এর বিধায়ক উত্তম বারিক, একে একে সমস্ত বক্তাই কার্যত তুলোধোনা করে পদ্ম শিবির ও অধিকারী পরিবারকে।
এই নির্বাচনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অখিল গিরি বলেন, ‘এবারের নির্বাচন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তাই তো অধিকারীরা লড়াই করার সাহস দেখায়নি। এত দুর্নীতি করেছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথি পৌরসভার গোডাউন থেকে ত্রিপল চুরি করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। কাঁথির অধিকারী পরিবার ভয় পেয়েছে যে কারণে ওরা নির্বাচনে অংশগ্রহণ করার সহস দেখায় নি। নির্বাচনের আগেই মাঠ ছেড়ে পালিয়ে ওঁরা।’
এরপর অখিল বলেন, ‘সৌমেন্দুর কাঁথির ২১ নম্বরে দাঁড়ানোর কথা থাকলেও, সাহস ছিল না ওদের।” পাশাপাশি কাঁথির সাংসদ শিশির অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মৎসমন্ত্রী বলেন, “শিশিরবাবু এত দল বদল করেছেন যে বুড়ো মানুষটা হাওয়া খুব ভাল বোঝেন। বারবার পার্টি বদল করেই চলেছেন। ভাবছিলেন বিজেপি এসে গেল। তাইই আগে থেকেই বিজেপিতে গিয়ে বসেছিলেন। বিধানসভা ভোটের আগে বস্তা-বস্তা টাকা উড়ছিল রাজ্য জুড়ে। সেই সময় কাঁথিরও এক নেতা প্রচুর টাকা উড়িয়েছেন। এমন অবস্থা যে কাঁথি( কাজলার)পুকুরে বস্তা বস্তা টাকা ভাসতে দেখা গিয়েছে।’
অন্যদিকে, এদিনের রাজনৈতিক মঞ্চে দেখা যায় কাঁথি দেশপ্রাণ ব্লকের সহ সভাপতি তরুণ জানা ও প্রদীপ গায়েন, হাবিবুর রহমানকে। তবুও নির্বাচনের আগে মতানৈক্য ভুলে নেত্রীর নির্দেশে একত্রিত হয়ে লড়াই করার আহ্বান করেন উপস্থিত নেতৃত্বরা। তবে অখিল- তরুণ এক মঞ্চে থাকা নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপি নেতৃত্ব বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এখনও মাঠেই নামেনি বিরোধী দলনেতা।
আরও পড়ুন: Chandrima Bhattacharya: ‘হেরে গেলে ওরা এইসব বলবেই’ পুরভোটে সন্ত্রাস ইস্যুতে সাফ জানালেন চন্দ্রিমা
আরও পড়ুন: Biggest Bank Fraud: দেশের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাঙ্ক প্রতারণা, ২৮টি ব্যাঙ্কের ২২৮৪২ কোটি উধাও