AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankudeb Panda: রাতের অন্ধকারে শঙ্কুদেবের গাড়িতে হামলা! অভিযোগ ‘চুল মাফিয়ার’ দিকে

BJP: চণ্ডীপুরে বিজেপির অফিসের অদূরেই তাঁর গাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিজেপি নেতা। যদিও এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির।

Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2024 | 1:52 PM

চণ্ডীপুর: লোকসভা ভোটের মুখে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে হামলার অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা এলাকায় এলাকায়। চণ্ডীপুর বিধানসভা এলাকায় দলীয় কর্মসূচি শেষ করে ফিরছিলেন শঙ্কুদেব। সেই সময়েই চণ্ডীপুরে বিজেপির অফিসের অদূরেই তাঁর গাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল শিবিরের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিজেপি নেতা। যদিও এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক শিবির।

জানা যাচ্ছে, হামলার ঘটনার সময় শঙ্কুদেব পণ্ডা গাড়িতে ছিলেন না। বিজেপি নেতা বলেন, ‘পার্টি অফিসের সামনে আমাদের গাড়ি রাখা ছিল। নিরাপত্তারক্ষীরা উপরে খেতে গিয়েছিলেন। আমরা বৈঠক করছিলাম। সেই সময়েই গাড়িতে সরাসরি টার্গেট করা হয়েছে।’ গাড়িতে হামলার ঘটনায় চণ্ডীপুর বিধানসভা এলাকার ‘কুখ্যাত চুল মাফিয়া’ মুকুল আলির নেতৃত্বেই এই হামলা চলেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ তুলেছেন শঙ্কুদেব পণ্ডা। উল্লেখ্য, গাড়ির যেদিকের আসনে তিনি বসেন, নির্দিষ্টভাবে সেই আসনের দিকেই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে, মোট চারটি বাইক নিয়ে এসেছিল দুষ্কৃতীরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ তপ্ত বাতাবরণ তৈরি হয় গতরাতে। শঙ্কুদেবের গাড়ির উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভও দানা বাঁধতে শুরু করেছে। বিজেপি শিবির এই হামলার জন্য় অভিযোগের আঙুল তুলছে স্থানীয় তৃণমূল শিবিরের দিকে। যদিও ঘাসফুল শিবিরের পাল্টা দাবি, এই ধরনের হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।