BJP: মমতার সফরের আগে খেজুরিতে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ প্রায় ৪০০ কর্মীর

BJP: এদিন সন্ধ্যায় হেড়িয়াতে উদয় শংকর মাইতি ও দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জনেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলেই দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, ওরা মিথ্যাচার করছে। ৪০ জনকে চারশো জন হিসাবে দেখানো হচ্ছে।

BJP: মমতার সফরের আগে খেজুরিতে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ প্রায় ৪০০ কর্মীর
চলছে যোগদান পর্ব Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 16, 2024 | 12:04 AM

খেজুরি: ভোটে তপ্ত বাংলা। ইতিমধ্যেই চার দফার ভোটও হয়ে গিয়েছে। প্রস্তুতি চলছে পঞ্চম দফার। তারমধ্যেই খেজুরিতে তৃণমূলে ভাঙন। প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। প্রসঙ্গত, ষষ্ঠ দফায় ২৫ মে ভোট রয়েছে মেদিনীপুর, কাঁথি, তমলুকে। ১৬ তারিখ কাঁথিতে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই এই খবরে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

এদিন সন্ধ্যায় হেড়িয়াতে উদয় শংকর মাইতি ও দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জনেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির। যদিও তৃণমূলের দাবি, ওরা মিথ্যাচার করছে। ৪০ জনকে চারশো জন হিসাবে দেখানো হচ্ছে। তৃণমূল ব্লক যুব সভাপতি জালালউদ্দীন খান বলছেন, “ওখানে ৪০ জন ছিল কিনা সন্দেহ আছে। মিথ্যাচার করার জন্য উত্তরীয় পরিয়ে জয়েনিংয়ের নাটক করছে। কিন্তু এসব চলবে না। খেজুরি তৃণমূলের ছিল তৃণমূলের থাকবে।”  

বিজেপি নেতা উদয় শংকর মাইতি যদিও বলছেন, “আমার হাত ধরে ৪১৭ জন বিজেপিতে যোগ দিল। এরা আগে বিজেপি করতো। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে এরা তৃণমূলে চলে গিয়েছিল। এখন আমি চলে এসেছি। এরাও আমার সঙ্গে চলে এল।” অন্যদিকে আবার তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলেও খোঁচা দিয়েছে। সে প্রসঙ্গে উদয় বলছেন, “আমাদের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই ওরা পাগল হয়ে গিয়েছে। ভুলভাল বকছে। জ্বালা হয়েছে। রাতে ঘুমাতে পারছে না। আসলে সবটাই ওদের পাগলের প্রলাপ। আমাদের বিজেপিতে কোনও দ্বন্দ্ব নেই।”