Co-operative Society: এগরায় বামেদের হাত থেকে সমবায় দখল বিজেপির

Kanishka Maity | Edited By: সঞ্জয় পাইকার

Sep 30, 2024 | 7:18 PM

Co-operative Society: গতকাল নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতিতে ৯টি আসনের মধ্যে ৯ টিতেই জয়ী হন বিজেপি সমর্থিক প্রার্থীরা। এবার এগরার এই সমবায় সমিতিতে গেরুয়া ঝড়। লোকসভা নির্বাচনেও এই জেলার দুটি কেন্দ্রেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন? তার আগে কি পূর্ব মেদিনীপুরে বিজেপির শক্তি ক্রমশ বাড়ছে?

Co-operative Society: এগরায় বামেদের হাত থেকে সমবায় দখল বিজেপির
এগরায় সমবায় সমিতি দখল বিজেপির

Follow Us

এগরা: পূর্ব মেদিনীপুরে আরও একটি সমবায় দখল করল বিজেপি। গতকাল নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতি দখল করে গেরুয়া শিবির। এই জেলায় বিজেপির আবার জয়জয়কার। এগরা কাপাসদা সমবায় সমিতিতে ৫১টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হলেন পদ্ম শিবিরের অনুগামীরা।

তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ মাইতির বিধানসভা কেন্দ্রে এই জয় পদ্ম শিবিরের দিকেই মানুষের আস্থা হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব। এতদিন এই সমবায় সমিতি বামেদের দখলে ছিল। এবার বামেদের হাত থেকে এই সমবায়ের ৫১টি আসনে পদ্ম শিবিরের অনুগামীদের দখলে গেল। সোমবার সকাল ১০টায় সকলের হাতে জয়ী শংসাপত্র তুলে দেওয়া হয়।

স্থানীয় বিজেপি নেতা তন্ময় হাজরা বলেন, “এতদিন এই কাপাসদা সমবায় বামেদের দখলে ছিল। এবার সর্বসম্মতিতে ৫১টি আসনেই আমরা বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছি।” সমবায় সমিতিটি হাতছাড়া হওয়া নিয়ে সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, “তৃণমূলকে শায়েস্তা করতে স্থানীয় বাম কর্মী-সমর্থকরা বিজেপির হয়ে প্রার্থী দিয়েছেন। তৃণমূলের কাজকর্ম দেখে মানুষ বিরক্ত।” এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতিও বামেদের দায়ী করলেন বিজেপির জয়ের জন্য। তিনি বলেন, “ওই সমবায় সমিতি দুটো বুথের উপর নির্ভরশীল। সেখানে তৃণমূল কখনও জেতেনি। বামেদের দখলে ছিল। এখন তারা বিজেপি হয়ে গিয়েছে।” তৃণমূল ওই সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেয়নি বলে জানালেন তিনি।

গতকাল নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতিতে ৯টি আসনের মধ্যে ৯ টিতেই জয়ী হন বিজেপি সমর্থিক প্রার্থীরা। এবার এগরার এই সমবায় সমিতিতে গেরুয়া ঝড়। লোকসভা নির্বাচনেও এই জেলার দুটি কেন্দ্রেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন? তার আগে কি পূর্ব মেদিনীপুরে বিজেপির শক্তি ক্রমশ বাড়ছে? একের পর এক সমবায় সমিতিতে গেরুয়া ঝড়ের পর প্রশ্ন উঠতে শুরু করেছে।

Next Article