CM Mamata Banerjee: একটু করে প্রসাদ ও জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি পৌঁছে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়
CM Mamata Banerjee: মঙ্গলবার মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মমতা। বুধবার দ্বারোদ্ঘাটন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট। গায়ক নচিকেতা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা পৌঁছেছেন সেখানে। এছাড়াও রয়েছেন দেব-জিৎ-সায়ন্তিকা-জুনরা।

উদ্বোধন হল জগন্নাথ মন্দিরেরImage Credit: Facebook
দিঘা: পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। বেশ কয়েকদিন ধরেই মুখ্যমন্ত্রী রয়েছেন সেখানে। মঙ্গলবার মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মমতা। বুধবার দ্বারোদ্ঘাটন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট। গায়ক নচিকেতা থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা পৌঁছেছেন সেখানে। এছাড়াও রয়েছেন দেব-জিৎ-সায়ন্তিকা-জুনরা।
দিঘা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য একনজরে
- মমতা বন্দ্যোপাধ্যায়: জয় জগন্নাথ-জয় বাংলা বলে এই জগন্নাথ দেবের মন্দির মা-মাটি-মানুষকে উৎসর্গ করলাম
- মমতা বন্দ্যোপাধ্যায়: তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগকে আমি দায়িত্ব দিচ্ছি যাতে একটু করে প্রসাদ ও জগন্নাথ দেবের ছবি পশ্চিমবঙ্গের সকলের বাড়ি ও ভারতের বিখ্যাত মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া।
- মমতা বন্দ্যোপাধ্যায়: মন্দিরের দ্বার খুললে যখন খুশি আসবেন। পাশেই গজা-প্যারা-খাজার দোকান তৈরি হচ্ছে। মেইন মন্দিরে ধ্বজা ওড়ানো হয়েছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: মন্দিরের শীর্ষে বিষ্ণুর অষ্টধাতুর নীলচক্র। চারটি প্রবেশ দ্বার রয়েছে। এতে গর্ভগৃহ, নাটমন্দির, ভোজমণ্ডপ, অন্যান্য প্রয়োজনীয় মণ্ডপ আছে। এখান পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমন নিমকাঠের তৈরি বিগ্রহ আছে। মন্দির চত্বরকে কেন্দ্র করে পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে। এই মন্দির হাজার-হাজার বছর ধরে অপূর্ব সৃষ্টির মর্যাদা পাবে।
- মমতা বন্দ্যোপাধ্যায়: দ্বারোদ্ঘাটনের পর অতিথিদের প্রসাদ পাঠানো হবে। ধীরে ধীরে সাধারণ মানুষ ঢুকবেন।
- মমতা বন্দ্যোপাধ্যায়: ধন্য়বাদ জানাই তারকা, শিল্পপতি, পুরোহিত সকলকে। তিন বছর ধরে এই কাজ হয়েছে। এই মন্দিরের কাজের সঙ্গে যুক্ত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
- মমতা বন্দ্যোপাধ্যায়: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সকলে উপস্থিত হয়েছেন। স্থানীয় মানুষজন সাহায্য না করলে এত বড় কাজ সমাপ্ত হতে না।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
