CPIM in Purba Medinipur: শুভেন্দুর জেলায় ‘বিশ্বাসঘাতকদের’ ছাঁটাই, ৪ হাজার ‘বিশ্বস্ত’কে নিয়োগ CPM-এর

CPIM in Purba Medinipur: বামেরা ক্ষমতায় থাকাকালীন পূর্ব মেদিনীপুরে সিপিএমের সাধারণ পার্টি সদস্য বা জেনারেল মেম্বার ছিলেন প্রায় ১৭ হাজার। ২০০৮-০৯ সাল থেকে সদস্য সংখ্যা কমতে থাকে। ২০১১ সালে সেই সংখ্যাটা কমে হয় সাড়ে চার হাজার। ২০১৮-'১৯ সালে আবার সংখ্যাটা ঊর্ধ্বমুখী হয়।

CPIM in Purba Medinipur: শুভেন্দুর জেলায় 'বিশ্বাসঘাতকদের' ছাঁটাই, ৪ হাজার 'বিশ্বস্ত'কে নিয়োগ CPM-এর
সিপিএম নেতা মহম্মদ সেলিম Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2023 | 11:25 AM

পূর্ব মেদিনীপুর: বঙ্গ রাজনীতিতে পূর্ব মেদিনীপুরের গুরুত্ব সব দলের কাছেই বেশি। বিজেপি-তৃণমূল যখন তাদের রণকৌশন প্রস্তুত করছে, তখন ঘর গোছাতে শুরু করল সিপিএমও। দলের মধ্যে থেকেও যাঁরা বিশ্বাস রাখতে পারেননি, তাঁদের একে একে বিদায় জানাচ্ছে বামেরা। সেই সঙ্গে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষকে জায়গা দেওয়া হচ্ছে দলে। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে বিশ্বাসঘাতকতা করা কর্মীদের ছাঁটাই করে বিশ্বস্তদের পার্টির সদস্যপদ দেওয়া করেছে সিপিএম।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলায় ৪০৯৫ জনকে পার্টির সদস্যপদ দেওয়া হবে। তাঁরা আপাতত একাধিক গণফ্রন্টের সঙ্গে যুক্। লোকসভা ভোটে তাঁদের বিভিন্ন এলাকায় মুখ করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সদস্যপদ দেওয়ার কাজ শেষ হবে। পঞ্চায়েত ভোটে ২৩২ জনকে দলবিরোধী কাজে যুক্ত থাকার জন্য চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। এদের অনেককে বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বামেরা ক্ষমতায় থাকাকালীন পূর্ব মেদিনীপুরে সিপিএমের সাধারণ পার্টি সদস্য বা জেনারেল মেম্বার ছিলেন প্রায় ১৭ হাজার। ২০০৮-০৯ সাল থেকে সদস্য সংখ্যা কমতে থাকে। ২০১১ সালে সেই সংখ্যাটা কমে হয় সাড়ে চার হাজার। ২০১৮-‘১৯ সালে আবার সংখ্যাটা ঊর্ধ্বমুখী হয়। আপাতত গোটা জেলায় ৮ হাজারের কিছু বেশি দলের সদস্য রয়েছেন। সাগরদিঘি উপ নির্বাচনের পর থেকে এই জেলার ছবিটা বদলাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সিপিএম নিজেদের ঘর গোছাতে সক্ষম হচ্ছে। তমলুক ও কাঁথি লোকসভা আসনে তারা চ্যালেঞ্জ জানানোর মতো সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, পঞ্চায়েতে দলের নির্দেশিকা মানেননি অনেকেই। কোথাও তাঁরাই কর্মাধ্যক্ষ কিংবা প্রধান ও উপপ্রধান হয়েছেন। এরকম বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। বিজেপি পরিচালিত শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ায় শাখা সম্পাদক আজলাক আলি খানকে বহিষ্কার করেছে সিপিএম। বহিষ্কারের তালিকায় আছেন ভগবানপুর-২ এরিয়া কমিটির সম্পাদক বলরাম দণ্ড, প্রতাপদিঘি এরিয়া কমিটির দুই সদস্য এবং এগরা এরিয়া কমিটির এক সদস্যও। আদর্শচ্যুতদের চিহ্নিত বের করা হচ্ছে দল থেকে।

সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি এই প্রসঙ্গে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আমাদের মোট ২৩২ জন সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এসেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মোট চার হাজার জনকে সদস্যপদ দেওয়ার কাজ চলছে।”

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...