Debangsu Bhattacharyya: ‘ছোকরা’ দেবাংশুর কাছে প্রথম ধাক্কা, পিছিয়ে পড়তেই কী বললেন অভিজিৎ?
Debangsu Bhattacharyya: দেবাংশু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আশ্বস্ত করেছিলেন, তিনি ছুটবেন, তিনি দৌড়বেন। তিনি ময়দানে নেমে কাজ করবেন। নাম না করে অভিজিৎকে কটাক্ষ করে বলেছিলেন, বয়সের ভারে জিতে অন্তত এসি ঘরে বসে থাকার পাত্র তিনি নন।
তমলুক: গণনার প্রায় তিন ঘণ্টা! শুভেন্দু গড়ে পিছিয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এগিয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে রাজ্য সরকারকে চাপে রেখেছিলেন অভিজিৎ। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতির পদ থেকে পদত্যাগ করছিলেন, তখন সকলেই চমকে উঠেছিল। আরও চমক দিয়েছিলেন বিজেপিতে যোগ দিয়ে। শুভেন্দু তাঁর নিজের গড়ে প্রেস্টিজ ফাইট করতে মুখ করেছেন এই অভিজিৎকেই। ভোটের ময়দানে তাঁকে বেশ ভালই অ্যাক্টিভ থাকতে দেখা যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে থাকেন তিনি। সেই অভিজিতের বিপক্ষে তৃণমূল চমক রেখেছিল। প্রার্থী করে তরুণ তাজা প্রাণ দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আশ্বস্ত করেছিলেন, তিনি ছুটবেন, তিনি দৌড়বেন। তিনি ময়দানে নেমে কাজ করবেন। নাম না করে অভিজিৎকে কটাক্ষ করে বলেছিলেন, বয়সের ভারে জিতে অন্তত এসি ঘরে বসে থাকার পাত্র তিনি নন।
অভিজিৎকে ঘিরে ক্ষোভের আঁচও অবশ্য মিলেছে তমলুকে। মনোনয়নের দিন তাঁর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তি হয়েছে। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্তও। প্রাথমিক ট্রেন্ডে দেবাংশু এগিয়ে যাওয়ায় অভিজিৎ বললেন, “আমার কিচ্ছু মনে হচ্ছে না। আমি পুরোপুরি ফ্রি মাইন্ডে। ভারতে কী খবর, সে সম্পর্কেও স্পষ্ট কোনও ধারণা নেই। ” জয়ের ব্যাপারে মন্তব্য করতে চাইলেন না অভিজিৎ।