AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Jagannath Temple: শত শত ভক্তের সামনেই ফাঁস! দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধালেন স্থানীয়রা, সামাল দিতে হিমশিম পুলিশ

Digha Jagannath Temple: জানা গিয়েছে, মন্দিরের যাবতীয় কাজ কর্মের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা শ্রমিকরা। তাঁদের কাজে নিয়োগের দাবি নিয়ে এদিন বিক্ষোভ চলে তুমুল। বর্তমানে ওই এলাকায় গিয়েছে পুলিশের বিশাল বাহিনী।

Digha Jagannath Temple: শত শত ভক্তের সামনেই ফাঁস! দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধালেন স্থানীয়রা, সামাল দিতে হিমশিম পুলিশ
দিঘার জগন্নাথ ধামের সামনে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 1:12 PM
Share

পূর্ব মেদিনীপুর: দিঘার জগন্নাথ মন্দিরে প্রায় প্রত্যেকদিনই ঢল নামছে দর্শনার্থীদের। এরই মাঝে বৃহস্পতিবার বেলার দিকে মন্দিরের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ।  আর এই বিক্ষোভ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সৈকত শহরে। কিন্তু কেন হঠাৎ বিক্ষোভ?

জানা গিয়েছে, মন্দিরের যাবতীয় কাজ কর্মের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা শ্রমিকরা। তাঁদের কাজে নিয়োগের দাবি নিয়ে এদিন বিক্ষোভ চলে তুমুল। বর্তমানে ওই এলাকায় গিয়েছে পুলিশের বিশাল বাহিনী।

ঘটনাস্থলে জগন্নাথ ধাম ফাঁড়ি ও দিঘা থানার পুলিশ রয়েছে।  স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে পুলিশ। তাঁদেরকে  আশ্বস্ত করা হচ্ছে।  খবর পেয়ে এলাকায় যাচ্ছেন স্থানীয় বিধায়ক ও ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, দিঘা জগন্নাথ মন্দির প্রকল্পের সময় থেকেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এখানে স্থানীয় বাসিন্দাদের কর্ম সংস্থানের বিপুল পরিমাণ সুযোগ হবে। জগন্নাথ মন্দির দিঘার আর্থ সামাজির চেহারাটাই আমূল বদলে দিতে চলেছে বলে দাবি করেছেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস। তাঁর বক্তব্য, “যখন এখানে হাজার হাজার ভক্ত আসবেন, তখন এই এলাকার আর্থ সামাজিক চেহারাটাই বদলে যাবে। এখানকার মানুষের লাভ হবে। হোটেল, পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভ হবে। যাঁরা ফুল মালা বিক্রি করেন, তাঁদের লাভ হবে। টাকাটা তো দিঘা, মেদিনীপুরের যাঁরা লোক, তাঁদের বাড়িতেই যাবে।” কিন্তু এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের সুযোগ হচ্ছে বটে, কিন্তু সবটাই বাইরের লোকেদের জন্য, স্থানীয় বাসিন্দাদের নয়। তারই প্রতিবাদে এদিন চলে বিক্ষোভ।