Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Accident: কুয়াশার জেরে বিপত্তি, দিঘায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

Kanthi: সেখানেই যাএীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন ৫ জন। সোমবার সকাল সাড়ে ৭ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

Digha Accident: কুয়াশার জেরে বিপত্তি, দিঘায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
দিঘায় বাস দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 1:28 PM

দিঘা: বড়দিনের পরের দিন দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। যার জেরে আহত পাঁচ জন। আহত সকলকে উদ্ধার  করে রামনগর বড়রাঙ্ককুয়া হাসপাতালের ভর্তি করা হয়েছে। কাঁথি-দিঘা (Digha Kanth)i- ১১৬ বি জাতীয় সড়কে রামনগরের চাউলখোলা এলাকার ঘটনা। সেখানেই যাএীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন ৫ জন। সোমবার সকাল সাড়ে ৭ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

জানা গিয়েছে, যাত্রীবাহী বেসরকারি বাসটি যাত্রীদের দিঘা থেকে কাঁথির দিকে আসছিল। উল্টো দিক থেকে কাঁথি থেকে দিঘা দিকে যাচ্ছিল একটি ইট বোঝাই লরি। তখনই রামনগরে চাউলখোলার কাছে ঘন কুয়াশার জেরে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ৫ জন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বালিসাই বড়রাঙ্ককুয়া হাসপাতালে ভর্তি করেন। রামনগর থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত্র দুটি গাড়ি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

রামনগর থানার এক পুলিশ ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, ” ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।” উদ্ধারকারী এক স্থানীয় বাসিন্দা জানান, “বিকট আওয়াজ শুনতে পাই। তারপরে ছুটে গিয়ে দেখি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যাত্রীরা কান্নায় ছটফট করছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। পুলিশকে খবর পাঠায়। পুলিশ এসে দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় “