Digha: দিঘায় নতুন বছরের ভিড়ের মাঝেই কাজটা সেরে ফেলার পরিকল্পনা ছিল ওদের, হোটেলে হানা দিতেই সব সামনে চলে এল

Digha: সৈকত শহর দিঘায় হোটেল ভাড়া করে চুরি-ছিনতাই চক্র। গোপন সূত্রে খবর মিলতেই পাকড়াও হাওড়ার ৬ যুবক। বড় সাফল্য পেল দিঘা পুলিশ। এদিনই ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। নতুন সূত্র পেতে জিজ্ঞাসাবাদ জারি রাখতে হেফাজতে নিতে চাইছে পুলিশ।

Digha: দিঘায় নতুন বছরের ভিড়ের মাঝেই কাজটা সেরে ফেলার পরিকল্পনা ছিল ওদের, হোটেলে হানা দিতেই সব সামনে চলে এল
গ্রেফতার ৬ যুবক Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 3:49 PM

দিঘা: ছুটির মরসুমে অন্যবারের মতো দেদার ভিড় দিঘা-মন্দারমণিতে। আর এই ভিড়ের ফাঁকেই চুপিচুপি কাজটা সেরে ফেলার প্ল্যান ছিল ওদের। কিন্তু, পুলিশের গোপন সূত্রই সেই সব প্ল্যান ভেস্তে দিল। দিঘা পুলিশের অভিযানেই শেষ পর্যন্ত হোটেল থেকে পাকড়াও হাওড়ার ৬ যুবক। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে একের পর এক ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে সৈকত নগরীর নিরাপত্তা। জাঁকিয়ে বসছে মধুচক্রের কারবার। গ্রেফতারিও চলছে। এবার একেবারে নতুন ঘটনায় বছরের শুরুতেই তুমুল শোরগোল। 

পুলিশ সূত্রে খবর, ভিড়ের মধ্যে চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা নিয়েই দিঘায় জড়ো হয়েছিল ৬ যুবকের দল। উঠেছিল দিঘার বিভিন্ন হোটেলে। প্রত্যেকেরই বাড়ি হাওড়ায়। ইতিমধ্যেই বেশ কিছু হাত সাফাইয়ের কাজও করে ফেলেছিল। শেষ পর্যন্ত দিঘা পুলিশের তৎপরতায় পুরো প্ল্যান আর বাস্তবায়িত করতে পারেনি ছিনতাই গ্যাং। 

এই খবরটিও পড়ুন

পুলিশ বলছে, মূলত সন্ধ্যাবেলা অপারেশনে নামতো এই ছিনতাই গ্যাং। স্থানীয় মানুষ, এমনকী দূর থেকে আসা পর্যটকদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে মোবাইল, ব্যাগ সবই হাতিয়ে নিতো। এদিনই ধৃত ৬ জনকে কাঁথি আদালতো পাঠানো হয়। ধৃতদের কাছ থেকে ৫টি মোবাইল সহ আরও নানা সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য পেতে চাইছে। চক্রে শুধু ৬ জন নাকি আরও অন্য ব্যক্তিরাও রয়েছেন তা জানার চেষ্টা চলছে।