AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia Municipality: টেন্ডার নিয়ে অভিযোগ, হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধানের নামে জারি হুলিয়া

Haldia: সোমবার অফিস খোলার সঙ্গে সঙ্গে পুরসভার দেওয়ালে, নোটিস বোর্ডে সেই হুলিয়ার নোটিস ঝোলানো হয়। শহরের বিভিন্ন সরকারি অফিসে ও পাবলিক প্লেসেও নোটিস সাঁটানো হয়েছে।

Haldia Municipality: টেন্ডার নিয়ে অভিযোগ, হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধানের নামে জারি হুলিয়া
হলদিয়ার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে হুলিয়া জারি
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 9:29 PM
Share

হলদিয়া: হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদকের নামে হুলিয়া জারি করল হলদিয়া মহকুমা আদালত। আদালতের এসিজেএম প্রোক্লেমেশন নোটিস দিয়ে হুলিয়া জারি করেছেন হলদিয়া পুরসভার প্রাক্তব চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর এই নোটিস জারি করা হয়েছিল। সোমবার অফিস খোলার সঙ্গে সঙ্গে পুরসভার দেওয়ালে, নোটিস বোর্ডে সেই নোটিস ঝোলানো হয়। শহরের বিভিন্ন সরকারি অফিসে ও পাবলিক প্লেসেও নোটিস সাঁটানো হয়েছে।

হলদিয়ার এসডিপিও বলেন, “ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালত গত ২ অক্টোবর তাঁকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানা সত্ত্বেও তিনি ধরা না পড়ায় এবার আদালত হুলিয়া জারি করল।” এই বিষয়ে সরকারি আইনজীবী রাম বিজয় জানান, “এটি নোটিস নয়, প্রোক্লেমেশন। একটি ওয়ারেন্ট ইস্যু হয়েছিল ২ অক্টোবর। তারপর প্রোক্লেমেশন ইস্যু হয়েছে।” তিনি জানান, “হলদিয়া পুরসভার টেন্ডার নিয়ে একটি অভিযোগ রয়েছে। সেটির উপর একটি তদন্ত চলছে। সেই মামলায় তদন্তকারী অফিসারের আবেদনের ভিত্তিতে এটি দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় আদালতের ওই হুলিয়া সাঁটানোর বিষয়ে সরকারি আইনজীবীকে প্রশ্ন করা হলে তিনি জানান, “পুলিশ তার নিজের কাজ করছে। আইনে বলা আছে, যেসব জায়গায় তদন্তের স্বার্থে মনে করা হবে, সেই সব জায়গায় সেগুলি সাঁটাতে হবে এবং আদালতে তা জানাতে হবে। সেই কাজই পুলিশ করছে।”

তবে এদিন সকাল থেকে হলদিয়া পুরসভা এবং শহরের বিভিন্ন সরকারি অফিসগুলিতে এই হুলিয়া সাঁটানোর বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে মূলত অভিযোগ, পুরসভার কাজের টেন্ডারে স্বজনপোষণের। তিনি নিজের আত্মীয়দের ও পরিচিত ব্যক্তিদের টেন্ডার পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া অনেকটা এগিয়েছে হলদিয়া থানার পুলিশ। পুলিশের নজরে পুরসভার প্রায় দেড় হাজার ফাইল রয়েছে বলেই জানা গিয়েছে। ইচিমধ্যেই পুলিশের তরফে সিট গঠন করে ওই তদন্ত চালানো হচ্ছে।