Kolkata Police on Rath Yatra: নিজেদের বাইক নিয়ে দিঘা যাবেন কলকাতা পুলিশের ১০ সার্জেন্ট, কেন?
Rath Yatra: লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশ জন সার্জেন্টকে পাঠানো হচ্ছে দিঘায়। আগামিকাল অর্থাৎ ২৫ তারিখ সকালে কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে নিজেদের গাড়ি (বাইক) নিয়ে রওনা হবেন এই দশজন সার্জেন্ট।

কলকাতা: হাতে আছে আর তিনদিন। তারপরই রথ। কিন্তু এবারটা আলাদা। মহাধুমধামের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরে এবার পালিত হবে রথ যাত্রা। খোদ মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে। সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। দিঘার রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সঙ্গে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা।
লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশ জন সার্জেন্টকে পাঠানো হচ্ছে দিঘায়। আগামিকাল অর্থাৎ ২৫ তারিখ সকালে কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে নিজেদের গাড়ি (বাইক) নিয়ে রওনা হবেন এই দশজন সার্জেন্ট। আগামী ২৭ জুন পর্যন্ত এই তাঁরা দিঘাতেই ডিউটি করবেন।
রথযাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী নিজে দিঘায় উপস্থিত থাকবেন। পাশাপশি প্রচুর ভক্ত সমাগম হবে বলেই অনুমান পুলিশ কর্তাদের। সেই কারণে যানজট যাতে তৈরি না হয়, সুষ্ঠভাবে যাতে ট্রাফিক পরিচালিত হয় সেই উদ্দেশ্যেই এই বিশেষ ব্যবস্থা বলেই সূত্রের খবর। কলকাতা পুলিশ সূত্রে খবর, যে দশজন সার্জেন্ট যাবেন দিঘায়, তাঁরা আবার ২৮ তারিখ কলকাতায় ফিরে আসবেন। এই আধিকারিকরা সকলেই নিজেদের ব্যবহৃত মোটর বাইক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট করবেন।

