Tamluk: সরলেন সৌমেন মহাপাত্র, তমলুকের সভাপতি এবার কোলাঘাটের অসিত
Purba Medinipur: আগামী লোকসভা ভোটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু'টি কেন্দ্র তমলুক ও কাঁথি। এই দুই কেন্দ্র আগলাতে তৃণমূল যেমন সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, তেমনই এই দুই কেন্দ্রের সাংসদ অধিকারী পরিবারের দুই সদস্য। শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তমলুক, কাঁথি জিততে বিজেপিও যে ঝাঁপাবে তা বলাই বাহুল্য।
পূর্ব মেদিনীপুর: জেলা কমিটি ঘোষণা করেছে তৃণমূল। আর সেখানে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সাংগঠনিকে আমুল রদবদল। আগামী বছর লোকসভা ভোট। তার আগে এই রদবদল নিয়ে জোর চর্চা শুরু। জেলা সংগঠন থেকে বাদ পড়লেন সৌমেন মহাপাত্র। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাঁকে। বদলে রাজ্য সম্পাদক পদে এসেছেন তিনি। সৌমেন মহাপাত্রের জায়গায় আনা হয়েছে কোলাঘাটের অসিত বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার জেলার রাজনীতিতে মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর বিপক্ষ গোষ্ঠী হিসাবে পরিচিত।
অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে নন্দীগ্রামের পীযূষকান্তি ভুঁইয়্যার বদলে তমলুকের চিত্তরঞ্জন মাইতিকে। কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে এগরার বিধায়ক তরুণ মাইতিকে। আর কাঁথি জেলা সভাপতি পদে তরুণ মাইতির জায়গায় এলেন পীযূষকান্তি পণ্ডা।
আগামী লোকসভা ভোটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু’টি কেন্দ্র কাঁথি ও তমলুক। এই দুই কেন্দ্র আগলাতে তৃণমূল যেমন সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, তেমনই বিজেপিও এই দুই কেন্দ্র জিততে মরিয়া। এই দুই কেন্দ্রের সাংসদ অধিকারী পরিবারের দুই সদস্য শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তমলুক, কাঁথি জিততে বিজেপিও যে ঝাঁপাবে তা বলাই বাহুল্য। ভোটের আগে তৃণমূলের নতুন সাংগঠনিক পদাধিকারীরা দলের সকলকে একসঙ্গে নিয়ে সংগঠন কতটা শক্তিশালী করে তুলতে পারেন, এখন সেটাই দেখার।