Debanshu Bhattacharya: নন্দীগ্রামে তৃণমূলের অফিসের তালা ভাঙলেন দেবাংশু…

Purba Medinipur: দেবাংশু বলেন, "আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। কিন্তু বিজেপির এত বড় স্পর্ধা তারা আজ এখানে এসে আমাদের পার্টি অফিসের উপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আমরা যদি একটা চুটকি বাজাই পশ্চিমবঙ্গে একটাও পার্টি অফিস থাকবে?"

Debanshu Bhattacharya: নন্দীগ্রামে তৃণমূলের অফিসের তালা ভাঙলেন দেবাংশু...
নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2024 | 5:42 PM

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার সেই তালা ভাঙলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রামপঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রবিবার সকালে বিজেপি তালা মেরে দেয় বলে অভিযোগ। বিকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গিয়ে সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন দেবাংশুরা।

দেবাংশু বলেন, “আমরা চাই নির্বাচন শান্তিপূর্ণ হোক। কিন্তু বিজেপির এত বড় স্পর্ধা তারা আজ এখানে এসে আমাদের পার্টি অফিসের উপরে নিজেদের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। আমরা যদি একটা চুটকি বাজাই পশ্চিমবঙ্গে একটাও পার্টি অফিস থাকবে?”

দেবাংশু বলেন, “নন্দীগ্রামে এবার একটা কুইক রেসপন্স টিম বানানো হবে। ৫০০ ছেলে মেয়ে থাকবেন সেখানে। ভোটের দু’মাস নন্দীগ্রামের কোথাও আমাদের লোকের উপর হামলা হলে, ১৫ মিনিটের মধ্যে ৫০০ জনের টিম পৌঁছে যাবে। একত্রিত হয়ে আমরা দেখব কত সন্ত্রাস ওরা করতে পারে।”

যদিও বিজেপি নেতা প্রলয় পালের বক্তব্য, “মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেছেন মেদিনীপুর গদ্দারের জায়গা। ওনাকে এবারের লোকসভায় বোঝাব গদ্দার কাকে বলে। আজ পার্টি অফিসে তালা লাগিয়েছিলাম।”