TMC Joining: সম্প্রীতি সভায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন ৮০০ জন

TMC Joining: রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, "বিভিন্ন দল থেকে মোট ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়ে বিজেপিতে ধস নেমেছে। আগামী বছর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ২৬টি সিট জিততে পারবে কি না সন্দেহ রয়েছে।"

TMC Joining: সম্প্রীতি সভায় বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন ৮০০ জন
তৃণমূলের বক্তব্য, বিজেপি-সিপিএম ছেড়ে ৮০০ জনের বেশি তাদের দলে যোগ দিয়েছেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 25, 2025 | 8:03 PM

হলদিয়া: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরে আরও শক্তি বাড়াল রাজ্যের শাসকদল। হলদিয়ায় সম্প্রীতি সভায় বিজেপি, সিপিএম,কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮৩৩ জন। নন্দীগ্রাম থেকে হলদিয়া, তমলুক থেকে মহিষাদল, একাধিক বিধানসভা এলাকা থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস ছেড়ে কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিলেন।

লোকসভা ভোটে জেলায় ভরাডুবির পর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভা ধরে ধরে বুথ স্তর থেকে সাংগঠনিক জেলাস্তর পর্যন্ত সংগঠন গুছিয়ে নিতে ব্যস্ত তৃণমূল। বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক নিউ মার্কেটে কেন্দ্রীয় সরকারের সার্বিক বঞ্চনা ও ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতা, কর্মীরা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের কাছ থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন।

পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠনের একাধিক নেতাও জোড়াফুল শিবিরে যোগ দিলেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান চিত্ত মাইতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল, বিধায়ক সুকুমার দে, তিলক চক্রবর্তী, তাপসী মণ্ডল।

হলদিয়ায় তৃণমূলের সম্প্রীতি সভা

রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, “বিভিন্ন দল থেকে মোট ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়ে বিজেপিতে ধস নেমেছে। আগামী বছর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি ২৬টি সিট জিততে পারবে কি না সন্দেহ রয়েছে।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, “আগামী ২ মাসের মধ্যে এই জেলায় বিজেপিকে ফাঁকা করে দেব। বুথ সভাপতি, মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে।” এদিন সভার শুরুর আগে কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব।