West Bengal Municipal Election: ‘শুভেন্দুর প্রার্থীকে জেতাতে হবে’, হঠাৎ ফোন শিশিরের! পাল্টা দিলেন তৃণমূল কর্মী, ভাইরাল অডিয়ো
পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই ১০৭ টি পৌরসভা নির্বাচন (West Bengal Municipal Election)। কাঁথি পৌরসভাতে ‘অধিকারী দুর্গ’ অটুট থাকে কিনা সেই নিয়ে, রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ২০ আসনের কাঁথি পৌরসভাতে (Contai Municipality) অধিকারী পরিবারের কোনও সদস্য ভোটে না লড়লেও অলিখিতভাবে কাঁথি পৌরসভা ধরে রাখার লড়াই যে খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) […]
পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই ১০৭ টি পৌরসভা নির্বাচন (West Bengal Municipal Election)। কাঁথি পৌরসভাতে ‘অধিকারী দুর্গ’ অটুট থাকে কিনা সেই নিয়ে, রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ২০ আসনের কাঁথি পৌরসভাতে (Contai Municipality) অধিকারী পরিবারের কোনও সদস্য ভোটে না লড়লেও অলিখিতভাবে কাঁথি পৌরসভা ধরে রাখার লড়াই যে খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সেই কথা আর বলার অপেক্ষা রাখে না। বাদ বাকি পৌরসভা নির্বাচনের প্রচারে শুভেন্দুকে নির্বাচনী সভা বা বড় আকারের মিছিল করতে দেখা গেলেও কাঁথিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর মানসম্মান বাঁচাতে এবার মাঠে নামলেন ‘খাতায় কলমে’ তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikary)। বিজেপি প্রার্থীকে জেতাতে কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতাকে ফোন করেছিলেন শিশির অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে অধিকারীদের তীব্র বিরোধী বলে পরিচিত মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি ওই ওয়ার্ডের প্রার্থী। ওই তৃণমূল নেতার সঙ্গে কথোপকথনের অডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।
চোরের বাপের বড় গলা
This audio tape is purportedly a phone conversation between Kanthi MP Sisir Adhikari & a TMC worker.
Such desperation? So much fear? Has @SuvenduWB already seen his defeat?
Sincerely hope @AITCOfficial pulls the Contai polls off. Adhikari fiefdom must end! pic.twitter.com/7GBzoRpSFD
— Nilanjan Das (@NilanjanDasAITC) February 26, 2022
ফোনে ওই তৃণমূল কর্মীকে ‘শুভেন্দুর প্রার্থীকে দেখে দিও’ বলে আবেদন জানিয়েছেন বিজেপি নেতার বাবা। ভাইরাল হওয়া অডিয়োতে যে দুজনের কন্ঠস্বর শোনা গিয়েছে তারমধ্যে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন যিনি নিজেকে শিশির অধিকারী বলে পরিচয় দিয়েছেন এবং অপর ব্যক্তি নিজেকে ১৩ ওয়ার্ডের নিত্যানন্দ বলেই জানিয়েছন। বয়স্ক কন্ঠস্বরের ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি শিশির অধিকারী বলছি বাবা… ছেলে বলেছিল আপানাকে ফোন করে বলতে। শুভেন্দুর প্রার্থীকে একটু দেখে দিও বাবা’ জবাবে নিজেকে নিত্যানন্দ বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, “আপনিও বিজেপিকে ভোট দিতে বলছেন? শুভেন্দু তো বিজেপি করে।” বয়স্ক কন্ঠস্বরের ওই ব্যক্তি বলেন, “ভদ্রলোককে ভোট দিন। চোর ডাকাতদের ভোট দেবেন না… আপনি ভাল করেই জানেন তৃণমূল দলে যাঁরা আছেন তারা কী করেন!” পাল্টা ওই বয়স্ক ব্যক্তিকে ‘সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা বলেন’ নিত্যানন্দ নামের ওই ব্যক্তি। শেষে শিশির বলে পরিচয় দেওয়া ব্যক্তিকে ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলেও কটাক্ষ করেন ওই তৃণমূল কর্মী।
পুরসভা নির্বাচনের ঠিক আগের দিন এই অডিয়ো ভাইরাল হওয়া রাজ্য রাজনীতেত আলোচনা শুরু হয়েছে। তৃণমূল যুবনেতা তথা দলের মুখপাত্র সুদীপ রাহাও ফেসবুকে ভাইরাল অডিয়োটি শেয়ার করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই অমিত শাহর মঞ্চে দেখা গিয়েছিল বর্ষীয়াণ সাংসদকে। তবে এখনও তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি শিশির অধিকারী। এই নিয়ে বারবার লোকসভার অধ্যক্ষকে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদনও জানিয়েছেন তৃণমূল। তবে বিশেষ কোনও লাভ হয়নি। পুরভোটের ঠিক আগের দিন এই অডিয়ো ভাইরাল হওয়ায় নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করল।
আরও পড়ুন Russia-Ukraine Conflict: কিয়েভ দখলে মারাত্মক কৌশল! ইউক্রেনিয়ান সেনার পোশাকে ওঁরা কারা?