Nandigram Result 2021: নজরের ভিড়! গণনা চললেও হটসিট নন্দীগ্রামে থমকে গেল রেজাল্ট আপডেট

ভোটের হটসিট নন্দীগ্রাম (Nandigram Result 2021)। সকাল থেকেই গোটা বাংলার চোখ সেই আসনে।

Nandigram Result 2021: নজরের ভিড়! গণনা চললেও হটসিট নন্দীগ্রামে থমকে গেল রেজাল্ট আপডেট
দুই মহারথীর লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা
Follow Us:
| Updated on: May 02, 2021 | 3:22 PM

নন্দীগ্রাম: ভোটের হটসিট নন্দীগ্রাম (Nandigram Result 2021)। সকাল থেকেই গোটা বাংলার চোখ সেই আসনে। দুই মহারথীর মহাযুদ্ধ। সকাল থেকেই যেন চলছে সাপলুডোর খেলা। গণনা চললেও সার্ভার ডাউন। বাধ্য হয়ে ফোনেই নন্দীগ্রামের খবর নিতে হচ্ছে নির্বাচনী আধিকারিকদের।

ঘণ্টায় ঘণ্টায় নন্দীগ্রাম চলছে সাপলুডোর খেলা। রেজাল্টের আপডেট খবর জানতে ফোন করছে ইসি। রাজ্যের প্রচুর মানুষ ইসির পোর্টালে বারবার সার্চ করছে। বেলা সাড়ে বারোটার পর ইসিআই গর্ভমেন্টের ওয়েবসাইটে আর কোনও আপডেট হচ্ছে না। ওয়েবসাইটে দেখা যাচ্ছে, চার হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু গ্রাউন্ড জিরো থেকে খবর আসছে, ১৪ রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

আরও পড়ুন: Nandigram Result 2021 Update: চলছে সাপলুডোর খেলা! গণনার একেবারে শেষ পর্বে এসে লিড নিয়েছেন মমতা

১৪ রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৩১ ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ২এ ঘুরে দাঁড়ালেন মমতা। এর দশম রাউন্ড শেষে ১০,৩৯৭ ভোটে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য প্রথম থেকেই দফায় দফায় এগিয়ে থেকেছেন শুভেন্দু অধিকারী। ব্যবধান কখনও কমেছে, কখনও বেড়েছে। তবে নন্দীগ্রামে শুভেন্দুরই এগিয়ে থাকার ট্রেন্ড ছিল। গণনার একেবারে শেষ লগ্নে এসে উল্টে যায় পাশা খেলা। শেষ পাওয়া খবর অনুযায়ী লিড নিয়েছেন মমতা।