Ramnagar: ব্রিজ দিয়ে যাচ্ছিলেন শুভদীপ, চলে এল ট্রেন, রেললাইনেই ছটফট করতে-করতে শেষ প্রাণ

Ramnagar: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের টাটকাপুর গ্রামে। জানা যাচ্ছে, আজ সকাল সাতটা দশ মিনিট নাগাদ মা-বাবার সঙ্গে ট্রেন ধরতে যাচ্ছিলেন শুভদীপ পাণ্ডা নামে ওই যুবক। আশাপূর্ণাদেবী স্টেশনের দিকে যাচ্ছিলেন তাঁরা।

Ramnagar: ব্রিজ দিয়ে যাচ্ছিলেন শুভদীপ, চলে এল ট্রেন, রেললাইনেই ছটফট করতে-করতে শেষ প্রাণ
রেললাইনে পড়ল কাটাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 7:49 PM

রামনগর: একা নয়। সঙ্গে ছিলেন বাবা-মা। রেললাইন ধরেই হাঁটছিলেন তিনজন। তা বলে এমন ভয়াবহ ঘটনা ঘটে যাবে ভাবেননি হয়ত কেউ। চোখের সামনে নিমেশেই চলে এল ট্রেন। কাটা পড়লেন যুবক। গোটা রেললাইন রক্তময়। মা-বাবার সামনেই অকালে চলে গেলেন যুবক।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের টাটকাপুর গ্রামে। জানা যাচ্ছে, আজ সকাল সাতটা দশ মিনিট নাগাদ মা-বাবার সঙ্গে ট্রেন ধরতে যাচ্ছিলেন শুভদীপ পাণ্ডা নামে ওই যুবক। আশাপূর্ণাদেবী স্টেশনের দিকে যাচ্ছিলেন তাঁরা।

আচমকা সেই সময় সোনামুখী খালের ব্রিজে চলে আসে ট্রেন। আর সেই সময়ই ব্রিজের উপরে ছিলেন তিনি। দ্রুত গতিতে আসা ট্রেন ধাক্কা মারে শুভদীপকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ইতিমধ্যে রেলপুলিশ মৃতের দেহ উদ্ধার করেছে। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছেন তাঁরা। কেন ওই ব্রিজ ধরে যাচ্ছিলেন, কী বৃত্তান্ত সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে, এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ছেলেকে হারিয়ে শোকে পাথর শুভদীপের মা-বাবা। চোখের সামনেই ছেলেকে এই ভাবে হারাতে হবে মানতেই পারছেন না। তাঁরা।