School Teacher: শিক্ষক ডুব দিচ্ছেন কুম্ভে, অথচ স্কুলের খাতায় তিনি ‘প্রেজেন্ট’, দিনের পর দিন কাটে এভাবেই!
School Teacher: শিক্ষকদের অনুপস্থিত থাকার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষকও। তাঁর দাবি, তাঁকে না জানিয়ে বারবার ছুটি নিয়ে নেন দুই শিক্ষক।

ভগবানপুর: একদিন-দুদিন নয়, স্কুলে নাকি প্রায়শই দেখা মেলে না দুই শিক্ষকের। এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু রেজিস্টার সামনে আসতেই ক্ষেপে গেলেন পড়ুয়াদের অভিভাবকরা। অ্য়াবসেন্ট বা অনুপস্থিত থাকা সত্ত্বেও স্কুলে রেজিস্ট্রারে প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত দেখানো হয়েছে শিক্ষককে! এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। খাতায় জাল উপস্থিতির প্রমাণ ঘিরে উত্তেজনা ছড়াল।
শুক্রবার এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ভগবানপুরের ওই স্কুলে। অভিযোগ, কুম্ভমেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মেলাতেই ছিলেন শিক্ষক, অথচ স্কুলের রেজিস্টারে খাতায় তিনি উপস্থিত। প্রধান শিক্ষককে ঘিরে এদিন রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকরা।
অভিযুক্ত দুই শিক্ষকের নাম সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মণ। খোদ প্রধান শিক্ষকের দাবি, এই দু’জন শিক্ষক নিয়মিত স্কুলেই আসেন না। অনেক সময় তাঁকে না জানিয়েই অনুপস্থিত থাকেন ওই শিক্ষকরা। প্রধান শিক্ষকের দাবি, তিনি কখনও অনুপস্থিত থাকাকালীন প্রেজেন্ট দিতে দেন না। কিন্তু কুম্ভ মেলার সময় একদিন তিনি সই করার সুযোগ দিয়েছিলেন বলে স্বীকার করে নেন প্রধান শিক্ষক। তাঁর দাবি, ওই সময়ে বেশ কিছু ছুটি জমা ছিল, তাই তাঁরা ছুটি পেয়েছেন।
অভিযুক্ত দুই শিক্ষক এ ব্যাপারে মুখ খোলেননি। অভিভাবকদের দাবি, প্রধান শিক্ষকের মদতেই দিনের পর দিন দুই শিক্ষক এভাবে ছাড় পেয়ে যাচ্ছেন।





