Patient Died: রোগীমৃত্যুতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে তুলকালাম
Purba Medinipur: বাড়ির লোকের মৃত্যুসংবাদ পরিবারের কানে পৌঁছতেই শোকে ভেঙে পড়েন আত্মীয়রা। কান্নাকাটি শুরু করেন হাসপাতালচত্বরেই। অভিযোগ, এরইমধ্যে মৃতের কয়েকজন আত্মীয় মিলে গোটা হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ভুল চিকিৎসার কারণে ঋতুরানির মৃত্যু হয়েছে।
পূর্ব মেদিনীপুর: এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। রোগীর পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার দাম প্রাণ দিয়ে মেটাতে হয়েছে ২২ বছরের ঋতুরানি মান্নাকে। সোমবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয় হাসপাতালে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অন্য়ান্য রোগীর আত্মীয়রা ঘাবড়ে যান। পরিবার সূত্রে খবর, এগরা থানা এলাকার বিন্ধা গ্রামে ঋতুরানির বাড়ি। কয়েকদিন আগে তিনি জন্ডিস আক্রান্ত হন। গলায় ঘা-ও ছিল। তা নিয়ে এই সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সোমবার রাতে সেখানেই তিনি মারা যান।
বাড়ির লোকের মৃত্যুসংবাদ পরিবারের কানে পৌঁছতেই শোকে ভেঙে পড়েন আত্মীয়রা। কান্নাকাটি শুরু করেন হাসপাতালচত্বরেই। অভিযোগ, এরইমধ্যে মৃতের কয়েকজন আত্মীয় মিলে গোটা হাসপাতাল চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ভুল চিকিৎসার কারণে ঋতুরানির মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় এগরা থানার পুলিশ। পুলিশের সামনেই মৃতের পরিজনরা মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার পরই একাধিক রোগীর আত্মীয়র মুখে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভের সুর শোনা যায়। তাঁদের বড় অংশের দাবি, হাসপাতালে পরিষেবাসংক্রান্ত গাফিলতি রয়েছে। তবে রাতের ঘটনায় এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তা পেলে এই প্রতিবেদনে যুক্ত করা হবে।