AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Egra Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২, বারুদ মজুত করার দায়িত্বে ছিল দেবসুন্দর ও তপনের

Egra Blast: গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় গ্রেফতার হয় দুই অভিযুক্ত। স্থানীয় সূত্রের খবর, ধৃত দু'জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়।

Egra Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২, বারুদ মজুত করার দায়িত্বে ছিল দেবসুন্দর ও তপনের
গ্রেফতার দুই (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 17, 2023 | 11:48 AM
Share

এগরা: এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) দু’জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে সিআইডি (CID)। মঙ্গলবার, এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন তা জানতে চান মমতা। এরপরই আইসি-কে শোকজ করা হয়। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসীর। এই সবের মধ্যেই এবার পুলিশের হাতে গ্রেফতার দু’জন।

গতকাল থেকেই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় গ্রেফতার হয় দুই অভিযুক্ত। স্থানীয় সূত্রের খবর, ধৃত দু’জন বারুদ সংগ্রহ করে নিয়ে আসতেন ওই কারখানায়। বুধবার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁদের তোলা হবে কাঁথি মহকুমা আদালতে। আরও তথ্য পেতে অভিযুক্তদের হেফাজতে চাইতে পারে পুলিশ। তবে মূল অভিযুক্ত ভানু বাগ তিনি এখনও পলাতক। সূত্রের খবর, তাঁর খোঁজে ওড়িশা হানা দিয়েছে পুলিশ। তদন্ত করতে এলাকায় পৌঁছে গিয়েছেন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং। রয়েছে ফরেন্সিক দল।

গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে গ্রামবাসীরা বলেছেন, “এর আগে যখন এমন ঘটনা ঘটেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম। ভানু সঙ্গে পুলিশের মানথলি করা আছে। টাকা খাইয়ে পুলিশকে চুপ করিয়ে রাখত। ওর সঙ্গে প্রশাসনের ওঠা বসা। আমরা কিছু বললে আমাদেরই ক্ষতি হয়ে যাবে।”