AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sekh Sufian: লক্ষাধিক টাকার ঋণ এখনও বাকি, শেখ সুফিয়ানের ‘সাধের’ জাহাজ বাড়ি কি নিলাম করবে ব্যাঙ্ক?

Sekh Sufian: সূত্রের খবর,কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম ব্রাঞ্চ থেকে বাড়ি করার জন্যে ঋণ নিয়েছিলেন এই তৃণমূল নেতা। গত ২০১৪ সালে জাহাজের আদলে তৈরি বাড়ির জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নেন তিনি।

Sekh Sufian: লক্ষাধিক টাকার ঋণ এখনও বাকি, শেখ সুফিয়ানের 'সাধের' জাহাজ বাড়ি কি নিলাম করবে ব্যাঙ্ক?
ঋণ খেলাপি নোটিশ ব্যাঙ্কের (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 6:58 AM
Share

কাঁথি (পূর্ব মেদিনীপুর): নিয়োগ দুর্নীতি হোক বা গরু-কয়লা পাচার তদন্তে নেমে একের পর এক তৃণমূল নেতামন্ত্রী -বিধায়কদের বাড়ি থেকে টাকা সহ বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়ান্দা সংস্থাগুলি। এই আবহে এবার তৃণমূলের নন্দীগ্রামের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানকে ঋণ খেলাপি নোটিস ধরাল ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ঋণের টাকা শোধ করতে না পারায় সুফিয়ানকে এই নোটিস পাঠান হয়েছে।

সূত্রের খবর,কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম ব্রাঞ্চ থেকে বাড়ি করার জন্যে ঋণ নিয়েছিলেন এই তৃণমূল নেতা। গত ২০১৪ সালে জাহাজের আদলে তৈরি বাড়ির জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নেন তিনি। ব্যাঙ্ক সূত্রে খবর, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস অবধি কিস্তির টাকা দিয়েছেন। তারপর গত এক বছরের বেশি সময় ধরে সেই টাকা জমা করেননি বলে ব্যাঙ্কের দাবি।

তবে শুধু বাড়ি নয়,ট্রলার কিনতেও কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের নন্দীগ্রাম শাখা থেকে গত ২০২০ সালের মার্চ মাসে ঋণ নিয়েছিলেন নন্দীগ্রামের এই তৃণমূল নেতা। তবে ব্যাঙ্কের অভিযোগ, ঋণ নেওয়ার তিন বছর কেটে গেলেও কিস্তির একটাও টাকা ব্যাঙ্কে জমা দেয়নি সুফিয়ান। জানা গিয়েছে, কয়েকবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু কোনও আলোচনা ফলপ্রসু না হওয়ায় শেখ সুফিয়ান এবং তাঁর ঋণের গ্যারেন্টারদের শেষমেশ নোটিস পাঠায় কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক (নন্দীগ্রাম শাখা)।

ব্যাঙ্ক সূত্রে খবর, লোন বাকি রয়েছে ৪৯ লক্ষ টাকা। ২০১৪ সালে জাহাজ বাড়ি তৈরির জন্য ২৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন২০২০ সালে একটি ট্রলার কেনার জন্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা লোন নিয়েছিল। জাহাজবাড়ির এখনও প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি লোন বাকি রয়েছে। এবং ট্রলারের কোনও লোনই এখন পর্যন্ত শোধ হয়নি বলে অভিযোগ করছে ব্যাঙ্ক।

এই বিষয় ব্যাঙ্কের সেক্রেটারি অ্যাপোল আলি বলেন, “ওনার দু’টি লোন রয়েছে। একটি হাউসবিল্ডিং লোন আর একটা ব্যবসার লোন। দু’টি লোনের কিস্তি সময়মতো জমা না পড়ায় রিকভারি সেকশানে ওনার ফাইল পাঠানো হয়েছে। তবে এখনি নিলাম নোটিশ পাঠানোর কথা নয়। প্রথমে ডিফল্ট নোটিশ পাঠান হবে। এররপর লোন পরিশোধ না করলে চূড়ান্ত নোটিশ অর্থাৎ নিলাম নোটিশ পাঠান হবে।”

যদিও, গোটা বিষয়টিকে চক্রান্ত বলেই মনে করছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি বলেন, “আমি লোন নিয়েছি। পরিশোধ করছি। কিছু টাকা পরিশোধে বাকি আছে। টাকা শোধ করে দেব। এই নিয়ে খবর করার কী আছে। আমি বাড়ি করার জন্য ও ট্রলার কেনার জন্য টাকা নিয়েছি। শোধ করে এসেছি আর কিছু টা বাকি রয়েছে। এখনও এক বছর সময় আছে। এটা নিয়ে এত হৈ চৈ কিসের। আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই সব রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে।”

বিজেপি নেতা প্রলয় পাল কটাক্ষ সুরে বলেন, “১০০দিনের কাজ,আবাস যোজনার বাড়ি সহ একাধিক চুরির থেকে বাঁচাতে এই লোন দেখান হয়েছে। শুধুই আইওয়াশ মাত্র সমগ্র ঘটনা। মানুষ বুঝবে যে হিরু ডাকাতের বংশধর সুফিয়ান লোন করে বাড়ি করেছে।”

সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন,”হলদী নদীর পাড়ে জাহাজ দাঁড়িয়ে আছে। যা দেখতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের কোলে বসা ব্যবসায়ীরা ব্যাঙ্ক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। আর দিদির স্নেহধন্য সুফিয়ান বাবুও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন। আখেরে ক্ষতি হবে সাধারণ মানুষের।”