Suvendu Adhikari: ‘দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে গয়না পরে বেরোবেন না’ , হঠাৎ এ কথা কেন বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে ময়নার পরমানন্দপুর থেকে বলাইপণ্ডা বাজার পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করে শুভেন্দু। পদযাত্রা শেষে বক্তব্যের মাধ্যমে এমনই কথা বলেন শুভেন্দু।

Suvendu Adhikari: 'দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে গয়না পরে বেরোবেন না' , হঠাৎ এ কথা কেন বললেন শুভেন্দু?
তমলুকে শুভেন্দুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2024 | 3:05 PM

পূর্ব মেদিনীপুর: “গরু ছেড়ে রাখবেন না… দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত বাড়ির বাইরে গয়না পরে বেরোবেন না।” নাম না করে শাসকনেতৃত্বকে কটাক্ষ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে ময়নার পরমানন্দপুর থেকে বলাইপণ্ডা বাজার পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করে শুভেন্দু। পদযাত্রা শেষে বক্তব্যের মাধ্যমে এমনই কথা বলেন শুভেন্দু।

শুভেন্দু বলেন, “গরু ছেড়ে রাখবেন না, বাহিরে জামা কাপড় শুকতে দেবেন না। সোনার গহনা পরে কেউ ২ টা থেকে ৪ টা পর্যন্ত রাস্তায় বেরাবেন না। তমলুকে ব্যাপক চুরির ঘটনা ঘটবে। তাই কেউ বাড়ি থেকে বেরোবেন না।”

এদিন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থনে ময়নার পরমানন্দপুর থেকে বলাইপণ্ডা বাজার পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করে শুভেন্দু। পদযাত্রা শেষে বক্তব্যের মাধ্যমে এমনই কথা বলেন শুভেন্দু। এদিকে, দুপুরে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুকের রাজ ময়দান থেকে হাপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবার জোড়া প্রচার কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর প্রথম কর্মসূচি হুগলি লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি। তারপর তিনি তমলুকে যাবেন।

তমলুকের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই তেঁতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তারমধ্যেই তমলুকে অভিষেক। যদিও শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।