Subal Manna: শিশিরকে ‘গুরুদেব’ ডেকে নতুন বছরেই পদ খোয়াতে চলেছেন সুবল মান্না? ১৬ কাউন্সিলরের অনাস্থায় সই

Contai: সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন দলের কাউন্সিলররা। অফিস খুললেই নতুন বছরের শুরুতে কাঁথি পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর মহকুমা শাসকের কাছে সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে চলেছেন বলে খবর। সেই ১৬ জন ইতিমধ্যেই তাঁদের সই করা চিঠি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন সম্মতির জন্য বলেও জানা যাচ্ছে।

Subal Manna: শিশিরকে 'গুরুদেব' ডেকে নতুন বছরেই পদ খোয়াতে চলেছেন সুবল মান্না? ১৬ কাউন্সিলরের অনাস্থায় সই
সুবল মান্নাকে ঘিরে বিতর্কImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 5:53 AM

পূর্ব মেদিনীপুর: শিশির অধিকারীকে ‘গুরুদেব’ মেনে প্রণাম করে মহা বিপাকে কাঁথির পুরপ্রধান সুবল মান্না। নতুন বছরেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন দলেরই ১৬ জন কাউন্সিলর। সূত্রের খবর, ১৬ জনের সইসম্বলিত চিঠি তৈরি। অফিস খুললেই জমা পড়বে অনাস্থা। যদি এ নিয়ে কিছুই জানেন না বলে দাবি সুবল মান্নার। অন্যদিকে বিজেপির দাবি, যতজন কাউন্সিলর আছেন, সকলকে তিন বছরের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হোক।

একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। সেই অনুষ্ঠানেই আবার সুবল মান্নাও আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানমঞ্চে উঠে সটান শিশির অধিকারীকে প্রণাম ঠুকে দেন সুবল মান্না। এরপর বক্তব্য রাখতে গিয়ে শিশির অধিকারীকে তাঁর ‘গুরুদেব’ বলেও সম্বোধন করেন। তাতেই বাধে গোল। তৃণমূল গোটা ঘটনা ভালভাবে নেয়নি।

তৃণমূলের বক্তব্য, অধিকারীরা সকাল-সন্ধ্যা তৃণমূল সুপ্রিমোকে কদর্য ভাষায় আক্রমণ করে। সেই পরিবারের সঙ্গে এখন ‘মাখামাখি’ দলের নিচুস্তরের কর্মীরাই ভালভাবে মেনে নিতে পারবেন না। এরপরই সুবল মান্নাকে শোকজের চিঠি ধরানো হয়। পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়। তবে সুবল মান্না ‘সুপার কুল’। নিরুত্তাপ গোটা বিষয়টা নিয়েই।

এরইমধ্যে খবর, সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন দলের কাউন্সিলররা। অফিস খুললেই নতুন বছরের শুরুতে কাঁথি পুরসভার ১৬ জন তৃণমূল কাউন্সিলর মহকুমা শাসকের কাছে সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে চলেছেন বলে খবর। সেই ১৬ জন ইতিমধ্যেই তাঁদের সই করা চিঠি রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছেন সম্মতির জন্য বলেও জানা যাচ্ছে।

তবে সুবল মান্নাকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে তাঁর বক্তব্য, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বলেন, “দল লিখিতভাবে পত্যাগের নির্দেশ দেয়নি। সবটাই শোনা কথা।” তবে অনাস্থা প্রসঙ্গে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পন্ডা বলেন, “১৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে সই করেছেন। অফিস খুললেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে।” এদিকে সুবলকে সরানো হলে, সে পদে কে বসবেন তা নিয়েও এখন কাঁথির রাজনীতি সরগরম।

এ নিয়ে অবশ্য বিজেপির কাঁথি নগর মণ্ডলের সভাপতি তথা কাঁথি পুরসভার কাউন্সিলর সুশীল দাস বলেন, “১৬ জন কাউন্সিলরই চেয়ারম্যান হতে চান। তাই এত কিছু। প্রণাম তো বাহানা মাত্র। ২ বছর হতে চলল এই বোর্ডের। তৃণমূলের মোট ১৭ জন আছেন। অথচ কোনও উন্নয়ন হয়নি। বাকি মেয়াদটুকু সব কাউন্সিলররা ৬ মাসের মেয়াদে ভাগ করে নিন বরং।”