AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Win : ফের ধরাশায়ী ‘লাল-গেরুয়া জোট’, মহিষাদলের আর এক সমবায়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল

TMC Win : সমবায়ের ৪৭টি আসনের মধ্যে ৪৬টি পেয়েছে ঘাসফুল শিবির। মাত্র একটি আসন পেয়েছে জোট।

TMC Win : ফের ধরাশায়ী ‘লাল-গেরুয়া জোট’, মহিষাদলের আর এক সমবায়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 4:52 PM
Share

মহিষাদল : সিপিএমের (CPIM) উপরতলা থেকে সাফ ‘না’ করা হয়েছে জোটে। তবে সেসবে বিশেষ পাত্তা দিচ্ছেন না নীচু তলার ‘কমরেডরা’। লাল পতাকা হাতে নিয়ে ‘রামের’ সঙ্গে জোটে অবতীর্ণ বাম কর্মীরা। বিগত কয়েক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) একাধিক সমবায় সমিতির নির্বাচনে এই ছবি দেখতে পাওয়া গিয়েছে। তবে নন্দকুমারে (Nandakumar) তৃণমূল মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সেখানে সবকটি আসনে জিতেছিল বাম-বিজেপি (Left-BJP) জোট। তবে তারপর থেকে লাগাতার ফেল করছে এই নন্দকুমার মডেল। একই ছবি দেখতে পাওয়া গেল হলদিয়া ব্লকের সমবায় নির্বাচনে। ফের ধরাশায়ী হল বাম-বিজেপি জোট। শুক্রবার  বাড়উত্তরহিংলি- কাষ্ঠখালি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। 

সূত্রের খবর, সমবায়ের ৪৭টি আসনের মধ্যে ৪৬টি পেয়েছে ঘাসফুল শিবির। মাত্র একটি আসন পেয়েছে জোট। জোটের বিজেপি প্রার্থী মলয় তুঙ্গ একটি আসন জিতেছেন। প্রসঙ্গত, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ৩০টি আসন জিতেছিল শাসক শিবির। এদিন ১৭টি আসনের নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল টানটান উত্তেজনা। মোট ভোটার ১১৭০ জন।ফল বেরোতেই মুখে হাসি আরও চওড়া হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। উড়তে থাকে সবুজ আবির। দেখা যায়, ৪৭টির মধ্যে ৪৬টি আসনই চলে এসেছে তাঁদের দখলে।  

এই নিয়ে মহিষাদল বিধানসভা এলাকায় গত দু’সপ্তাহে পাঁচটি সমবায় নির্বাচনের মধ্যে চারটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হল তৃণমূল কংগ্রেস। কেশবপুর, গেঁওখালি, গোপালপুরের পর বাড়উত্তরহিংলিতে পর পর সমবায়গুলিতে তৃণমূলের জয় আগামী পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

তৃণমূল নেতা মানস দাস বলেন, “বিরোধীরা তো একসঙ্গে জোট করে লড়েছিল। কিন্তু, আমরাই সিংহভাগ আসনে জিতেছি। তবে সদস্যপদ নিয়ে যে অভিযোগ করছে তা ভিত্তিহীন।” তবে এদিনের ভোটে জোটের কথা অস্বীকার করেছেন বিজেপি, সিপিএমের নেতারা। বিজেপি নেতা চন্দন সামন্ত বলেন, “তৃণমূল এই সমবায় দখলে রাখতে একটি পরিবারের সবাইকে গত ৭-৮মাস আগে সদস্য করেছে। এটাই ওদের জেতার চাবিকাঠি। মানুষের ভোটে ওরা সমবায় জেতেনি।” সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন, “ওই সমবায় ভোটে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। বিজেপির সঙ্গে বামে নাম জুড়ে দিয়ে আমাদের নামে অপপ্রচার করা হচ্ছে।”