BJP Leader: বিজেপির বুথ সভাপতির ঘরে ‘নাবালিকা’ বৌমা, ছেলে নিয়ে যেতে হল জেলে

Purba Medinipur: সূত্রের খবর, গত ১৫ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকার একটি মন্দিরে গ্রামের এক ১৪ বছরের নাবালিকার সঙ্গে ছেলের বিয়ে দেন ওই বিজেপি নেতা।

BJP Leader: বিজেপির বুথ সভাপতির ঘরে 'নাবালিকা' বৌমা, ছেলে নিয়ে যেতে হল জেলে
নাবালিকার বিয়ে। ছবি টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 5:41 PM

পূর্ব মেদিনীপুর: নাবালিকার সঙ্গে ছেলের বিয়ে দিতে গিয়ে গ্রেফতার বিজেপি নেতা। অভিযোগ, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির তোয়াক্কা না করেই নাবালিকা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছিলেন ওই নেতা। পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযোগ, গ্রামের এক ১৪ বছরের নাবালিকার সঙ্গে ছেলের বিয়ে দেন ওই বিজেপি নেতা। বিজেপি নেতার এমন কার্যকলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। রাজ্য সরকার নাবালিকাদের বিয়ে আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে। কেন্দ্রও পিছিয়ে নেই। তার মাঝে বিজেপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ। ওই বিজেপি নেতা-সহ তিনজনকে গ্রেফতার করেছে মারিশদা থানার পুলিশ। নাবালিকার মা-ও রয়েছেন তালিকায়। শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেন। উদ্ধার নাবালিকার গোপন জবানবন্দিও গ্রহণ করেছে কাঁথি আদালত। ধৃত বিজেপি নেতা স্থানীয় বুথ সভাপতি।

সূত্রের খবর, গত ১৫ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকার একটি মন্দিরে গ্রামের এক ১৪ বছরের নাবালিকার সঙ্গে ছেলের বিয়ে দেন ওই বিজেপি নেতা। সেই অভিযোগ মারিশদা থানায় পৌঁছয়। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় মারিশদা থানার ওসি সৌমেন গুহের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। রাতে নাবালিকা বধূকে উদ্ধার করা হয়।

কাঁথি ৩ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরীশঙ্কর মিশ্র বলেন, “এটা কোনও নতুন ঘটনা নয়। বিজেপি নেতারা এসবে যুক্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ তার আইনি ব্যবস্থা গ্রহণ করবে। গ্রামে গিয়ে এই বিজেপি নেতারা অনেক বড় বড় কথা বলেন। তার প্রমাণ হচ্ছে এটা।” কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি অসীম মিশ্র বলেন, “নাবালিকার বিয়ে না দেওয়া নিয়ে সকলকেই সচেতন থাকতে হবে। বিজেপি, তৃণমূল বলে কিছু নেই। সকলকে সচেতন হতে হবে।”

এ বিষয়ে মারিশদা থানার ওসি সৌমেন গুহ বলেন, ” অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে নাবালিকা বধূকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ও তার বাবা ও নাবালিকার মাকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”