AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: বুথের বাইরে হ্যান্ড কামানও ব্যবহার করা হয়েছে, নির্বাচনে ‘সন্ত্রাসে’ পলাশীর যুদ্ধের প্রসঙ্গ টানলেন শুভেন্দু

West Bengal Panchayat Elections 2023: রাজ্যের একাধিক জায়গায় বিরোধীরা ছাপ্পা ভোট, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন। শুভেন্দু সেই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। শুভেন্দু বলেন, "রাজীব সিনহাকে বলছি, যেখানে ছাপ্পা হয়েছে, বাক্স ফেলা উচিত। রিপল হবে।"

West Bengal Panchayat Elections 2023: বুথের বাইরে হ্যান্ড কামানও ব্যবহার করা হয়েছে, নির্বাচনে 'সন্ত্রাসে' পলাশীর যুদ্ধের প্রসঙ্গ টানলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 5:09 PM
Share

নন্দীগ্রাম: এবারের পঞ্চায়েত নির্বাচনে পলাশীর যুদ্ধের মতো ‘হ্যান্ড কামান’ ব্যবহৃত হয়েছে। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ডায়মন্ড হারবারে পলাশীর যুদ্ধের মতো ‘হ্যান্ড কামান’ ব্যবহার করা হয়েছে। এত অস্ত্র এবারের নির্বাচনে কোথা থেকে এল? প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। নন্দীগ্রামে বসে পঞ্চায়েত নির্বাচন চলার মাঝেই জনগণের অভ্যুত্থানের ডাক দিয়েছেন শুভেন্দু। অসমর্থিত সূত্র অনুযায়ী, বেলা চারটের মধ্যে খুন হয়েছেন ১৬ জন। যদিও কমিশনের বক্তব্য, মৃত্যু হয়েছে ৩ জনের। শুভেন্দু নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে নিহতদের ৫০ লক্ষ টাকা , আহত ১০ লক্ষ টাকা দিতে হবে।

রাজ্যের একাধিক জায়গায় বিরোধীরা ছাপ্পা ভোট, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন। শুভেন্দু সেই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। শুভেন্দু বলেন, “রাজীব সিনহাকে বলছি, যেখানে ছাপ্পা হয়েছে, বাক্স ফেলা উচিত। রিপল হবে।”

নির্বাচনে সন্ত্রাস চালাতে বাইরে থেকে অস্ত্রের আমদানি করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। আর সেক্ষেত্রে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। ভোট সম্পন্ন করতে কলকাতা হাইকোর্টের নির্দেশও মানা হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, “রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার ভাবছেন কি না জানি না, এই রাজ্যে ৩৫৬ অথবা নির্বাচনের সময়ে ৩৫৫ জারি করে প্রশাসনকে নিরপেক্ষ না করতে পারলে পশ্চিমবঙ্গে কোনও ভোট হতে পারে না।’’ ’ ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দিয়েছিল, তা-ও মানা হয়নি।