Road Accident: গাড়ির ভিতর ঢুকে গেল বাইক! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পুরুলিয়ায় প্রাণ গেল দম্পতির
Road Accident: স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশ। বলরামপুর থানার পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুরুলিয়া: পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ গেল দম্পতির। জামশেদপুর-বোকারো ১৮ নম্বর জাতীয় সড়কের কাছে আন্ডারপাস সংলগ্ন এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সেই সময় পুরুলিয়ার দিক থেকে চারচাকা আসছিল। সেটিরই সঙ্গেই বাইকের একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় মুহূর্তেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দম্পতি।
স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশ। বলরামপুর থানার পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ম-ত দম্পতির নাম চুটু মাঝি ও রূপালি মাঝি। মৃত দম্পতির বাড়ি বাঘমুন্ডি থানার অন্তর্গত পাড়ডি গ্রামে। শোকের ছায়া পরিবারে।
অন্যদিকে ঘটনার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না চারচাকার চালকের। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। আটক করা হয়েছে গাড়িটিকে। প্রত্যক্ষদর্শী সেলিম আনসারি বলছেন, “গাড়ির একেবারে ভিতরে ঢুকে গিয়েছিল বাইকটা। পুলিশের কাছে খবর যায়। পুলিশ এসে ওদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”





