Jhalda Councillor Murder: ঝালদায় কাউন্সিলর খুনের তদন্তে সিবিআই আর তদন্তকারীদের নিরাপত্তায় সিআরপিএফ
CBI ON Jhalda Councillor Murder: সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের পাহারায় থাকবেন তাঁরা। পাশাপাশি সিবিআই টিমকে তদন্তের স্বার্থে যেখানে যেখানে যাবে, তাদের সঙ্গে যাবেন সিআরপিএফ জওয়ানরা।
পুরুলিয়া: বগটুইয়ের পর এবার ঝালদা কাউন্সিলর খুনের তদন্তেও সিবিআই-এর তদন্তকারীদের নিরাপত্তার জন্য সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হল। ২ সেকশন অর্থাৎ ১৫ জন সিআরপিএফ জওয়ান মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের পাহারায় থাকবেন তাঁরা। পাশাপাশি সিবিআই টিমকে তদন্তের স্বার্থে যেখানে যেখানে যাবে, তাদের সঙ্গে যাবেন সিআরপিএফ জওয়ানরা। ঝালদার তদন্তে সিবিআই আসার পর থেকেই তদন্তকারীদের নিরাপত্তা নিয়েও ভাবিত ছিল কেন্দ্র। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই পদক্ষেপ করা হয়। সর্বক্ষণ তাঁরা কর্তাদের নিরাপত্তায় নজরদারি রাখছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্তকারীরা যতগুলি দলে বিভিন্ন জায়গায় তদন্তে যাবেন, জওয়ানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কর্তাদের সঙ্গে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সিবিআই কর্তাদের নিরাপত্তায় রাজ্য পুলিশের ওপর ভরসা রাখল না কেন্দ্র? উল্লেখ্য, এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর প্রথম থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলরের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জেরা করার জন্য তলব করেছে সিবিআই।
হাইকোর্টের নির্দেশের পর গত মঙ্গলবারই জেলা পুলিশের কাছ থেকে মামলার এফআইআর কপি-সহ অনান্য নথি হাতে নেন তদন্তকারীরা। রাত সাড়ে এগারোটা নাগাদ সিবিআই গোয়েন্দারা ঝালদা থানায় পৌঁছন। কেস ডায়েরি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। এই কেস সংক্রান্ত অনান্য নথি সংগ্রহ করেন তাঁরা। বগটুইয়ের মতোই সিবিআই একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে। ঝালদায় বন দফতরের বাংলোয় তৈরি করা হয় অস্থায়ী ক্যাম্প। সেখানে কয়েকজন সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকবেন।
উল্লেখ্য, বগটুইয়ের ক্ষেত্রেও সিআরপিএফ জওয়ান মোতায়েন করেছে কেন্দ্র। ঝালদার ক্ষেত্রে সবেমাত্র তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। এখনও পর্যন্ত ধরপাকড় সে অর্থে শুরু হয়নি। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আদালতে আবেদন জানাবে সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকে স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সিবিআই-এর হয়ে আদালতে সওয়াল করবেন।
আরও পড়ুন: ‘সিবিআই যোগাযোগ করলে তদন্তে সাহায্য করব’, অনুব্রত ইস্যুতে এসএসকেএম কর্তৃপক্ষ
আরও পড়ুন: ‘ওঁ আমার ভবিষ্যৎবাণীকে ঠিক করে দিয়েছেন’, অনুব্রত প্রসঙ্গে বললেন সুকান্ত