AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: দেড় মাসের সন্তান বুকের দুধ খেয়ে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই বাচ্চার মুখ দেখেই শুকিয়ে গেল মায়ের বুক… যা দেখলেন…

Purulia: গ্রামের আদিবাসী পরিবারের সদস্য রামেশ্বর লায়ার। তারই দেড় মাসের শিশুপুত্রের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। তাঁর দাবি, ছেলেকে পাশের পিলাই সুসাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল। রাতে মায়ের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে।

Purulia: দেড় মাসের সন্তান বুকের দুধ খেয়ে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেই বাচ্চার মুখ দেখেই শুকিয়ে গেল মায়ের বুক... যা দেখলেন...
সন্তানের মা!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 7:39 PM
Share

পুরুলিয়া: সকালে সন্তানকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দিতে গিয়েছিলেন দম্পতি। দুপুরের মধ্যে ফিরে আসেন। তারপর স্বামী বেরিয়ে যান কাজে। সন্ধ্যায় ফিরে আসেন। রাতের খাওয়ার খেয়ে শুয়ে পড়েন। আর শিশুটিও মায়ের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই রাতেই মর্মান্তিক ঘটনা! ভোর হতে শিশুর শরীর নিথর। নাকের কাছে শুকিয়ে যাওয়া রক্ত! রাতেই মৃত্যু সন্তানের, টের পেলেন না বাবা-মা। ভ্যাকসিন দেওয়ার পরই শিশুর মৃত্যু! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝালদার ইচাগ গ্রামে।

গ্রামের আদিবাসী পরিবারের সদস্য রামেশ্বর লায়ার। তারই দেড় মাসের শিশুপুত্রের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। তাঁর দাবি, ছেলেকে পাশের পিলাই সুসাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল। রাতে মায়ের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে। পরদিন সকালে দেখা যায় ছেলেটির সাড়াশব্দ কিছুই নেই। নাক দিয়ে খানিকটা রক্ত গড়িয়ে শুকিয়ে গিয়েছে। মৃত্যুর পরে তাকে সমাধি করা হয়।

প্রতিবেশী উজ্জ্বল চট্টরাজ বিষয়টি জানান প্রশাসনকে। ঝালদার বিএমওএইচ দেবাশিস মণ্ডলরে নেতৃত্বে একদল স্বাস্থ্যকর্মী মৃতের বাড়িতে যায়। বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। বিএমওএইচ দেবাশিস মণ্ডল জানান, মৃত্যু কী কারণে হয়েছে বলা মুশকিল পুরো বিষয়টা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।

মৃতের বাবার অভিযোগ, ভ্যাকসিনের জন্যই তার শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর বাড়িতে যান সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। গ্রামে এসে মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন ও পরিবারের সঙ্গে কথা বলেন।পরে তিনি সাংবাদিকদের বলেন, “এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি।মালবাজার, উত্তরবঙ্গ একি ঘটনা ঘটেছে, একই সিমটম দেখা যাচ্ছে। ভুয়ো ডাক্তার, জাল ওষুধ রমরমা চলছে। ময়নাতদন্ত হলো না ধামাচাপা দিতে চাইছে, পূর্ণাঙ্গ তদন্ত দরকার।”