Purulia: এই হয় বাজারে! মুরগির দোকানে যেতেই রেগে লাল আধিকারিকরা
Purulia: ক্রেতাদের অভিযোগ, নিয়মিত নজরদারি চালানো হয় না টাস্ক ফোর্সের তরফ থেকে। যেদিন টাস্ক ফোর্স অভিযান চালায় সেই দিন কম থাকে অন্যান্য দিনে বাজার দর চড়া থাকে। ফলে বাজারে সব সময় চড়া দাম থাকে।
পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জেলার টাস্ক ফোর্সের হানা। পুরুলিয়া শহরের বড়ো হাটে সাত সকালে অভিযান চালাল টাস্ক ফোর্স। বেশ কিছু বিক্রেতা স্বাভাবিকের থেকে বেশি দাম নেওয়ায় সতর্ক করল টাস্ক ফোর্স। বেশ কিছুদিন ধরেই পুরুলিয়া জেলার বাজার দর লাফিয়ে লাফিয়ে বার ছিল।সাধারণ মানুষকে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন নবান্নর বৈঠকে আগে আলু পিঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারপরেই জেলায় টাস্ক ফোর্স পুরুলিয়া শহরের বড়ো হাটে অভিযান চালায়।
টাস্ক ফোর্সের নজরে পড়েছে বেশ কিছু ফোরে কাঁচা রসিদে ব্যবসা করছেন, তাঁদেরকে সতর্ক করা হয়েছে। মুরগির মাংসের দোকানে গিয়ে তাঁদের নজরে পড়ে, বিক্রির দরের কোনও তালিকা নেই তাঁদেরকে তালিকা লাগানোর জন্য বলা হয়েছে।
কিন্তু ক্রেতাদের অভিযোগ, নিয়মিত নজরদারি চালানো হয় না টাস্ক ফোর্সের তরফ থেকে। যেদিন টাস্ক ফোর্স অভিযান চালায় সেই দিন কম থাকে অন্যান্য দিনে বাজার দর চড়া থাকে। ফলে বাজারে সব সময় চড়া দাম থাকে।
যদিও এসডিও সদর বলেন, “আমাদের কাছে এই ধরনের কোনও অভিযোগ নেই, তবে আগামীদিনে নিয়মিত অভিযান চালাব। বেশ কিছু জিনিসপত্র বেশি দামে বিক্রি হচ্ছে, সতর্ক করা হলো এরপরে করা ব্যবস্থা নেওয়া হবে।”